সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১০ দিনের মধ্যে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ *** জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না *** কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ই আগস্ট *** এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি *** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য

সেরা সাঁতারু সামিউল রাফি ও যুথী আক্তার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে পুলে ঝড় তুলে সেরা হয়েছেন পুরুষ বিভাগে সামিউল ইসলাম রাফি ও নারী বিভাগে যুথী আক্তার।

মঙ্গলবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শেষ হওয়া চ্যাম্পিয়নশিপে সামিউল ইসলাম রাফি তিনটি রেকর্ডসহ ৫টি ব্যক্তিগত স্বর্ণ এবং নারী বিভাগে যুথী আক্তার জোড়া রেকর্ডসহ চারটি স্বর্ণ জিতেছেন। যুথী রিলেতে পেয়েছেন তিনটি পদক।

মঙ্গলবার শেষ দিনে সামিউল ইসলাম রাফি ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ও ১০০ মিটার মিডলে রিলেতে স্বর্ণ জিতেছেন। যুথী আক্তারও শেষ দিনে স্বর্ণ জিতেছেন ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ও ১০০ মিটার মিডলে রিলেতে।

এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে ডাইভিং ও ওয়াটারপোলে মিলে ৪২টি ইভেন্টের মধ্যে ৩২ স্বর্ণ, ২৬ রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ জিতে প্রথম হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

আরো পড়ুন : বিপিএলের চূড়ান্ত সূচি প্রকাশ

দ্বিতীয় হওয়া বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ১০ স্বর্ণ, ১৫ রৌপ্য ও ২৩ ব্রোঞ্জ পদক। বিকেএসপি ৭টি ব্রোঞ্জ ও বাংলাদেশ বিমানবাহিনী একটি ব্রোঞ্জ পেয়েছে।

শেষ দিনে হয়েছে দুটি জাতীয় রেকর্ড। সবমিলে এবার জাতীয় রেকর্ড হয়েছে ১০ টি। দুই সেরা সাঁতারু সামিউল ইসলাম রাফি ও যুথী আক্তার করেছেন শেষ দিনের জাতীয় রেকর্ড দুটি।

যুথী আক্তার নারী বিভাগে সেরা সাঁতারু হলেও ব্যক্তিগতভাবে এবার সবচেয়ে বেশি ৮টি স্বর্ণসহ জিতেছেন সোনিয়া আক্তার টুম্পা। তিনি রিলেতে তিনটি সহ মোট ১১ স্বর্ণ জিতেছেন এবারের আসরে। ছেলে মেয়ে মিলে এবার সবচেয়ে বেশি স্বর্ণ তার।

২০১১ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে ১১ স্বর্ণ পেয়েছিলেন টুম্পা। ১৩ বছর পর আবার তার ঝুলিতে ১১ স্বর্ণ। ১২ ইভেন্টে অংশ নিয়ে শুধু ৫০ মিটার ফিস্টাইলে স্বর্ণ জিততে পারেননি ঝিনাইদহের এই সাঁতারু। এই ইভেন্টে তিনি হেরে গেছেন নারী বিভাগে সেরা সাঁতারুর পুরস্কার পাওয়া মাদারীপুরের যুথী আক্তারের কাছে।

এস/ আই.কে.জে/

সাঁতারু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন