মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তরমুজ কেজিতে নয় পিস হিসেবে বিক্রির নির্দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ১৭ই মার্চ ২০২৪

#

রোজা শুরুর আগে থেকেই বেড়েছে নিত্যপণ্যের দাম। এমতাবস্থায় বাজার তদারকি করছে সরকারের বিভিন্ন সংস্থা। এর আগে ২৯ টি নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। সারাদেশেই এই দাম কর্যকর হবে। এবার তরমুজের বিষয়ে নির্দেশনা দিলো ভোক্তা অধিদপ্তর।

আজ রোববার (১৭ই মার্চ) থেকে নাটোরে তরমুজ কেজি হিসেবে বিক্রি নয়, পিস হিসেবে বিক্রির নির্দেশ দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৬ই মার্চ) দুপুরে বাজার তদারকি অভিযান থেকে এই নির্দেশনা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

এ সময় তিনি বলেন, রবিবার থেকে কোনো ব্যবসায়ী কেজি হিসেবে তরমুজ বিক্রি করতে পারবেন না। কেজি হিসেবে তরমুজ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওআ/

তরমুজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন