মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন হাইতির প্রধানমন্ত্রী  অ্যারিয়েল হেনরি। দেশজুড়ে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দৌরাত্ম্যের কাছে আত্মসমর্পণ করে পদত্যাগ করলেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিন জুনিয়র জোসেফ মার্কিন সংবাদমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেছেন।  

ক্যারিবীয় অঞ্চলের ২৫টি দেশের আঞ্চলিক চোট দ্য ক্যারিবিয়ান কমিউনিটি অ্যান্ড কমন মার্কেটের (ক্যারিকম) চেয়ারম্যান ও গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি অবশ্য সোমবার (১১ই মার্চ) এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের আভাস দিয়েছিলেন।

আরো পড়ুন: হাইতিতে সহিংসতার জেরে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে আমেরিকা

তিনি বলেছিলেন, অ্যারিরেয়ল হেনরির পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র। হাইতির পরবর্তী অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে পদত্যাগ করবেন তিনি। 

এই বক্তব্যের কয়েক ঘণ্টা পর হাইতির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতি তার পদত্যাগের ব্যাপারটি নিশ্চিত করা হয়। 

সূত্র: সিএনএন

এইচআ/ 

পদত্যাগ হাইতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন