ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো আমেরিকার মেজর সকার লিগে (এমএলএস) মাসসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ইনজুরি থেকে ফিরে গত এপ্রিল মাস জুড়ে দারুণ পারফর্ম করায় এই স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা।
হ্যামস্ট্রিং চোটে পড়ে ইন্টার মিয়ামির হয়ে ৫টি ম্যাচ খেলতে পারেননি মেসি। এরপর গত ৬ই এপ্রিল দলে ফিরেই গোল উৎসবে মেতেছেন মিয়ামির আর্জেন্টাইন তারকা।
গেল এপ্রিল মাসে ৪ ম্যাচে ৬ গোল করেছেন মেসি। সঙ্গে ৪টি অ্যাসিস্টও রয়েছে ৩৬ বছর বয়সী এই আর্জেন্টাইনের। যে কারণে এই মাসের সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন মেসি।
আরও পড়ুন: এমবাপ্পেকে রেখেই চলে গেল পিএসজির বাস, কিন্তু কেন?
মেসি দলের ফেরার জয়ে ফিরেছে মিয়ামি। টানা ৪ ম্যাচে অপরাজিত মিয়ামি বর্তমানে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। ইস্টার্ন কনফারেন্সের টেবিলে শীর্ষে মিয়ামির পয়েন্ট ১১ ম্যাচে ২১।
এসকে/
খবরটি শেয়ার করুন