ছবি : সংগৃহীত
মাকে ভালোবাসার জন্য আলাদা করে কোনো দিনের বা দিবসের প্রয়োজন নেই। তবে বছরের একটি দিন যদি মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য বরাদ্দ করা যায় তাহলে মন্দ কী। কদিন বাদেই আসছে মা দিবস (মে মাসের দ্বিতীয় রোববার) ইতোমধ্যেই মায়ের জন্য উপহার কিনে ফেলেছেন অনেকেই। কিন্তু বিশেষ এই দিনটি কীভাবে মায়ের সঙ্গে কাটাবেন তা হয়তো ভেবে পাচ্ছেন না। তাই মা দিবসে মায়ের জন্য করতে পারেন বিশেষ এই কাজগুলো -
মায়ের পছন্দের রান্না
বিশেষ এই দিনটিতে মাকে তার পছন্দের কোনো পদ রান্না করে খাওয়াতে পারেন। আপনি যখন তার সামনে তারই পছন্দের কোনো খাবার হাজির করবেন, তাও আবার নিজে রান্না করা তখন তার আনন্দ কেমন হবে ভাবুন তো!
সিনেমা দেখা
মা কি সিনেমা দেখতে ভালোবাসেন? তাহলে আজই দুটো সিনেমার টিকেট কেটে ফেলুন। পপকর্ন আর কোল্ড ড্রিংক্স হাতে সুন্দর একটি বিকেল কাটান। তার মন ভালো হয়ে যাবে নিশ্চিত।
আরো পড়ুন : নায়িকাদের মতো জেল্লাদার ত্বক পেতে খাদ্যতালিকায় রাখুন এই ৫খাবার
হোম স্পা
মায়ের জন্য বাড়িতেই একটা স্পা’র ব্যবস্থা করতে পারেন। রোজকার পরিশ্রম, ক্লান্তি একটু বিরতি নেওয়ার সুযোগ পাবেন তিনি।
ঘুরতে যাওয়া
আপনার মা কি ভ্রমণপ্রেমী? তাহলে দুটো দিন ছুটি ম্যানেজ করে ধারেকাছে কোথাও মাকে নিয়ে বেড়িয়ে আসুন। এতে রোজকার নিয়মে একটু বদল আসবে, আপনার মায়ের মনও ভালো হয়ে যাবে।
সমাজসেবা
বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে মাকে নিয়ে কোনো সমাজসেবা করতে পারেন। পথশিশুদের খাবার দেওয়া, পোশাক দেওয়া কিংবা গাছ লাগানোর মতো কাজে আপনারাও আনন্দ পাবেন। অন্যরাও উপকৃত হবে।
এস/ আই.কে.জে
খবরটি শেয়ার করুন