তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: সংগৃহীত
সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করে তুরস্ক তাদের অবস্থান পরিষ্কার করেছে। নিজেদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তুরস্ক তাদের এই অবস্থান জানিয়ে দিয়েছে। গতকাল বুধবার (১৭ই জুলাই) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আঙ্কারা আঞ্চলিক শক্তি ও আমেরিকার সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক এর আগে লেবানন, ইরান ও সিরিয়াসহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোতে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক হামলাকে তারা গণহত্যা বলেও অভিহিত করেছে। এই ঘটনার প্রতিবাদে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং তেল আবিব থেকে তাদের রাষ্ট্রদূতকে আলোচনার জন্য ফিরিয়ে এনেছে।
নিউইয়র্কে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ফিদান জানান, তিনি সিরিয়ার জন্য আমেরিকার বিশেষ দূত টম ব্যারাক এবং তুরস্কে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। একই সঙ্গে, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে টেলিফোনেও তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।
ফিদান বলেন, ‘আমরা একই সময়ে আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসরায়েলিদের কাছে আমাদের নিজস্ব মতামত জানিয়েছি। আমরা বলেছি, আমরা এখানে কোনো অস্থিতিশীলতা চাই না।’ তিনি আরও বলেন, সিরিয়ার নতুন সরকার নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা ছাড়া এই সংঘাতের সমাধান করতে পারবে না।
খবরটি শেয়ার করুন