শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কোটা পদ্ধতি থাকা উচিত, আন্তর্জাতিকভাবেও এটি স্বীকৃত: সারা হোসেন *** আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গাদের প্রত্যাবাসন অসম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা *** দলিত সম্প্রদায়ের অবস্থার পরিবর্তনে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনু মুহাম্মদ *** আর্সেনিকে ধান দূষণের ঝুঁকিতে, ক্যান্সারসহ স্বাস্থ্যে প্রভাব নিয়ে যা বলছে গবেষণা *** নতুন মুসলিম রাষ্ট্র গঠন নিয়ে জোর জল্পনা-কল্পনা *** ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি *** বাংলাদেশের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান *** 'পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লির সম্পর্ক' *** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো

ঢাবিতে ১ কোটি টাকার বৃত্তির ফান্ড গঠন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৫ অপরাহ্ন, ২০শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার “আই.এইচ.সি স্ন্যাব চ্যারিটেবল ফাউন্ডেশন স্কলারশিপ” শিক্ষাবৃত্তি ফান্ড গঠিত হয়েছে। বিভাগের সাবেক শিক্ষার্থী এবং প্রতীক গ্রুপের চেয়ারম্যান এস এম ফারুকী সিপিআই এই ফান্ড গঠনের তহবিল প্রদান করেন। 

বুধবার (২০শে মার্চ) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাবি উপাচার্যের নিকট ফান্ড গঠনের জন্য ১ কোটি টাকার চেক হস্তান্তর করেন এস এম ফারুকী। এসময় বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের ১৯১ জন শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা বৃত্তিও দেওয়া হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাসের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান শিক্ষার্থীদের মনে এক ধরনের ইতিবাচক পরিবর্তনের সূচনা করলো। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে তাদেরকে এভাবেই এগিয়ে আসতে হবে। প্রায় ৩৩ লক্ষ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট পেয়েছে। দেশ পরিচালনার সাথে যুক্ত অধিকাংশ কর্মকর্তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যখন একজন শিক্ষার্থী প্রথম বর্ষে ঢাকা আসেন, তার চলাফেরা করতে সমস্যা হয়। এরা তাদের মেধা, মনন হারিয়ে ফেলে। আর্থিক স্বচ্ছলতা থাকলে তারা হয়তো এসব সমস্যা এড়িয়ে যেতে পারে। আমি উদ্যোগ নিয়েছি, একটা ফান্ড গঠন করার। প্রথমবর্ষের অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য। তারা যখন দেখবে, সমাজ, দেশ রাষ্ট্র তাদের নিয়ে ভাবছে, তখন তারাও সমাজ রাষ্ট্র এবং দেশকে নিয়ে ভাববে। আশা করি এই মহতী উদ্যোগে সবাই আমাদেরকে সাহায্য করবেন।

আরও পড়ুন: ঢাবির সাবেক শিক্ষার্থী আকতার বাঁচতে চায়, আর্থিক সাহায্যের আবেদন

বৃত্তি ফান্ডের দাতা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আই.এইচ.সি স্ন্যাব চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম ফারুকী। তিনি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ মানুষকে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। আমাদের, যার যেখানে যেটুকু সম্ভব মানুষ বা যেকোনো জীবের জন্য যেটুকু করা দরকার আমাদের করা উচিৎ। আমাদের যেটুকু ক্ষমতা আছে, তার সব দিয়ে মানুষের সাহায্য করা উচিৎ। আমরা যেন নিজেদের দায়িত্ব ও কর্তব্য ভুলে না যাই।

আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় সেখানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান, ড. মোশাররফ হোসেন ভূঁইয়া, ড. মাহফুজুর রহমান, ড. এ কে এম গোলাম রাব্বানী, ড. নুসরাত ফাতেমা, ড. মো. সাইফুল্লাহ, ড. মো. আবুল কালাম আজাদ, ড. মো. আবদুর রহিম, ড. মো. শামসুজ্জোহা, ড. মো. নুরুল আমিন, এস এম মফিজুর রহমান, মাহমুদুর রহমান, নাজমা, এইচ এম জালাল উদ্দীন চৌধুরী সহ আরও অনেকেই।

এসকে/ আই.কে.জে/


ঢাকা বিশ্ববিদ্যালয় বৃত্তির ফান্ড গঠন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন