বুধবার, ১২ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

৫৪৯৩ চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৫

#

সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানীসহ সারাদেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে ৫ হাজার ৪৯৩ চিকিৎসক নিয়োগ দেবে সরকার।

মঙ্গলবার (৪ঠা মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে ৩ হাজার ৪৯৩  চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পিএসসির চলমান ৩ হাজার ৪৯৩ চিকিৎসক নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমেই অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মূল উদ্দেশ্যে হলো গ্রামাঞ্চলের মানুষ চিকিৎসাসেবা পায় না। তাদের চিকিৎসা–সুবিধার জন্য যেন পর্যাপ্ত চিকিৎসক নিশ্চিত করা যায়, সে জন্য এ সিদ্ধান্ত।

এইচ.এস/


সৈয়দা রিজওয়ানা হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন