সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৫ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মামলা বাতিল করেছে দেশটির একটি আদালত। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল।

স্থানীয় সময় সোমবার (২৫শে নভেম্বর) মামলাটি বাতিল করেন ওয়াশিংটনে আমেরিকার ডিসট্রিক্ট জাজ তানিয়া চুটকান। এর ফলে ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন, তখন তার বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ থাকবে না।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবদনে বলা হয়েছে, আমেরিকার একজন ফেডারেল বিচারক দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি বড় মামলা খারিজ করে দিয়েছেন। এই মামলায় অভিযোগ করা হয়েছিল, তিনি অবৈধভাবে ২০২০ সালের নির্বাচন বাতিল করতে চেয়েছিলেন।

ট্রাম্পের বিরুদ্ধে এই ফৌজদারি মামলা এনেছিলেন বিশেষ প্রসিকিউটর জ্যাক স্মিথ। সোমবারই তিনি বিচার বিভাগের নীতির উদ্ধৃতি দিয়ে মামলাটি বাতিল করতে আদালতের প্রতি আহ্বান জানান।

পরে ডিসট্রিক্ট জাজ তানিয়া চুটকান মামলাটি “উইদাউট প্রেজুডিস” বাতিল করে দেন। যার অর্থ ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ শেষ করার পরে অভিযোগগুলো পুনরায় দাখিল করা যেতে পারে। এছাড়া জ্যাক স্মিথ গোপনীয় নথি ভুলভাবে সংরক্ষণের জন্য ট্রাম্পকে অভিযুক্ত করে দায়ের করা তার মামলাটিও খারিজ করতে বলেছেন। অবশ্য উভয় ক্ষেত্রেই ট্রাম্প নিজেকে নির্দোষ দাবি করেছেন।

আরো পড়ুন : অবশেষে দরিদ্র দেশগুলোকে ৩০০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি

এস/ আই.কে.জে/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন