শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড *** নির্বাচনে সহায়তা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করল জাতিসংঘ *** কাফু–ক্যানিজিয়ার সঙ্গে ঢাকায় নৈশভোজের সুযোগ *** নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা *** প্রধান উপদেষ্টাকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন, বন্যায় সহায়তার জন্য কৃতজ্ঞতা *** খালেদা জিয়াকে নিয়ে নির্মিত সরকারি ডকুমেন্টারি প্রকাশ *** একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর *** অনিবার্য কারণ ছাড়া বিএনপি নির্বাচনি মাঠে থাকবে: নজরুল ইসলাম খান *** নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’, প্রতীকের বিষয়ে যা জানা গেল *** এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হতে পারে, জুবাইদা রহমান ঢাকায় আসছেন

গায়ক নোবেল এক নারীকে ছয় মাস ধরে... যা জানা যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২০শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি সিসিটিভির একটি ফুটেজ ভাইরাল হয়। ফুটেজে দেখা যায়, গায়ক মাঈনুল আহসান নোবেল এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নামিয়ে নিচ্ছেন। সেই তরুণী এবার থানায় অভিযোগ করেছেন, ছয় মাস ধরে তাকে ঢাকার ডেমরার একটি বাসায় আটকে রেখেছিলেন নোবেল। অপহরণ, ধর্ষণ ও মারধরের অভিযোগে মামলার পর গতকাল সোমবার (১৯শে মে) দিবাগত রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার (২০শে মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন সাংবাদিকদের জানান, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনেহিঁচড়ে নিচ্ছেন নোবেল। ওই তরুণী গতকাল রাতে ধর্ষণ, পর্নোগ্রাফি ও মারধরের অভিযোগে মামলা করলে নোবেলকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। গত বছরের ১২ই নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার বাসায় নিয়ে যান। সেই বাসায় আরও দুই-তিনজন অজ্ঞাতনামা সহযোগীর সহায়তায় তরুণীকে আটকে রাখা হয় বলে অভিযোগ। তার মোবাইল ফোনও ভেঙে ফেলা হয়।

অভিযোগে তরুণী জানিয়েছেন, নেশাগ্রস্ত অবস্থায় নোবেল তাকে মারধর ও ধর্ষণ করেন। এর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাকে দীর্ঘ সময় আটকে রাখা হয়।

পুলিশ জানায়, ফেসবুকে মারধরের ভিডিও ভাইরাল হলে তরুণীর পরিবার তাকে শনাক্ত করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। এরপর রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা-পুলিশ গিয়ে তরুণীকে উদ্ধার করে। মামলা দায়েরের পর রাতেই নোবেলকে গ্রেপ্তার করা হয়।

ভাইরাল হওয়া সিসিটিভির ভিডিওতে দেখা যায়, এক তরুণীকে মারধরের পর তার হাত ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে যাচ্ছেন নোবেল। আশপাশে থাকা কয়েকজন বাধা দিলেও তাকে থামানো যায়নি।

পরিদর্শক মুরাদ জানান, নোবেল দাবি করেছেন, ওই তরুণী তার স্ত্রী। মৌখিকভাবে কলেমা পড়ে বিয়ে করেছেন বলে জানান তিনি। তবে বিয়ের কোনো লিখিত প্রমাণপত্র দেখাতে পারেননি।

আজ পুলিশ নোবেলকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে। তার পক্ষের আইনজীবী জসিম উদ্দিন জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ জামিন নামঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগেও বিতর্কে জড়িয়েছেন এ তরুণ গায়ক। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট, মাদকাসক্তি ও স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি।

২০২৩ সালের ১৯শে মে ঢাকার মতিঝিল থানায় এক কনসার্টে না গিয়ে আগাম টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন সাফায়েত ইসলাম নামের এক ব্যক্তি। পরদিন গোয়েন্দা পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে এবং একদিনের হেফাজতে নেয়। পরে আদালতে জামিন পান তিনি।

২০১৯ সালে ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’—তে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। তবে এরপর থেকেই বিভিন্ন ঘটনায় তাকে নিয়ে বিতর্ক বাড়তে থাকে।

২০২৩ সালের ২৬শে এপ্রিল কুড়িগ্রামের একটি কনসার্টে ‘অসংলগ্ন আচরণের’ কারণে ক্ষুব্ধ দর্শক জুতা ও পানির বোতল ছুড়ে মারেন। ফলে পণ্ড হয়ে যায় ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাম্প্রতিক সময়েও নানা কনসার্ট ও টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেকে ‘স্বাভাবিক জীবনে’ ফিরিয়ে আনার বার্তা দিচ্ছিলেন নোবেল। এর মধ্যেই নতুন অভিযোগে গ্রেপ্তার হয়ে আবারও আলোচনার কেন্দ্রে তিনি।

এইচ.এস/

সংগীতশিল্পী নোবেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250