রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

চলমান বিপিএলে ব্যাট হাতে ধারাবাহিকভাবে ঝলক দেখাচ্ছেন ফরচুন বরিশালের মাহমুদউল্লাহ রিয়াদ। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তার ফেরার সম্ভাবনা তৈরি করেছে। অবশ্য ২০২১ সালের পর আর বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টিতে ফরম্যাটে দেখা যায়নি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। ফলে অনেকেই টি-টোয়েন্টিতে রিয়াদের শেষটা দেখে ফেলেছিলেন। 

ভালো পারফরম্যান্স বিবেচনায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তার ফেরার সম্ভাবনা নিয়ে বিসিবির ভাবনার কথা জানিয়েছেন জালাল ইউনুস।

বিসিবির এই ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান টি-টোয়েন্টি দলে রিয়াদ ‘অটোমেটিক চয়েজ’ বলে উল্লেখ করেছেন। বুধবার (৩১শে জানুয়ারি) মিরপুরে জালাল ইউনুস বলেন, ‘কী বলব! রিয়াদের ব্রিলিয়ান্ট পারফরম্যান্স। একটা জিনিস খেয়াল করে দেখবেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তার যে স্ট্রাইকরেট ছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। ওই স্ট্রাইক রেটেই তো সে টি-টোয়েন্টিতে অটোমেটিক্যালি চলে আসে। আর এখন তো (বিপিএলেও) প্রমাণ করছে। যে জায়গায় সে খেলছে, সেখানে অটোমেটিক চয়েজ।’

জালাল আরও বলেন, এই মুহূর্তে সে সুযোগ পাবে কি পাবে না, এই প্রশ্নটা উঠছে না। সে ভালো খেলছে, ভালো পারফর্ম করছে। আমি তো মনে করি, এমনিতেই তার দলে চলে আসা উচিৎ। দ্বিতীয় চিন্তার অবকাশ নেই।

আরও পড়ুন: যে কারণে বিপিএল ছাড়লেন মাশরাফি

ফর্মে থাকলেও, বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেটারদের বয়সটা বড় হিসেবে দেখা হয়। যা নিয়ে বিসিবির এই কর্মকর্তা বলছেন, বয়স কোনো ব্যাপার নয়। সে কতটা ফিট, সেটাই গুরুত্বপূর্ণ। অ্যান্ডারসন কিন্তু ৪১ বছর বয়সেও বোলিং করছে। কোনো খেলোয়াড় যদি নিজেকে ফিট রাখে, সে খেলা চালিয়ে যেতে পারে। যদি পারফর্ম করে, তাহলে তো তাকে দলে রাখতে অসুবিধা নেই। সে পারফর্ম করছে। বোলিং-ফিল্ডিংয়েও তৎপর। তাহলে কেন নয়?

উল্লেখ্য, বিপিএলের চলমান দশম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ। যেখানে পাঁচ-ছয় কিংবা সাত নম্বর পজিশনেও তাকে ব্যাটিং করতে দেখা গেছে। ফলে শেষদিকে খুব বেশি বল খেলার সুযোগ পাননি এই তারকা ক্রিকেটার। বিপিএলের পাঁচ ম্যাচে টেল-এন্ডারে রিয়াদের ব্যাটিং চিত্রটা এমন— ১৯* (১১ বল), ২৭ (১৯ বল), ৪, ৩ ও ৫১* (২৪ বল)।

এসকে/ 

মাহমুদউল্লাহ রিয়াদ বিপিএল টি-টোয়েন্টি ফরচুন বরিশাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন