ছবি : সংগৃহীত
অপরিচ্ছন্ন মেঝে পরিবারের সদস্যদের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। কারণ বিভিন্ন গৃহস্থালি কাজকর্ম, শিশুদের খেলাধুলা, খাওয়া-দাওয়া প্রভৃতি কারণে সব সময়ই ব্যস্ত থাকে ঘরের মেঝে। মেঝে নোংরা ও স্যাঁতসেঁতে থাকলে ঘটতে পারে দুর্ঘটনা।
এছাড়া ঝকঝকে মেঝে মানসিক স্বাস্থ্যের ওপরও দারুণ প্রভাব ফেলে। পরিচ্ছন্ন বাড়িঘর মন ভালো রাখে। আবার অফিস বা কর্মস্থলের পরিচ্ছন্নতা কর্মপরিবেশ উন্নত করে। মোটকথা সুস্বাস্থ্য বজায় রাখতে মেঝে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটা জরুরি। কাজটা ক্লান্তিকর কিন্তু অপরিহার্য।
আরো পড়ুন : মশা থেকে বাচঁতে ব্যবহার করুন ‘মসকিটো রিপেল্যান্ট’
আজ ৩ই আগস্ট, মেঝে পরিষ্কার দিবস। আমেরিকায় দিনটি পালিত হয়। কবে কীভাবে এর চল হয়েছিল, জানা যায় না। তাতে কী! দারুণ এই দিবসটি সবাই পালন করতে পারেন।
তবে সব ধরনের পরিচ্ছন্নতা উপকরণ সব মেঝের জন্য উপযোগী না। এ ক্ষেত্রে কোনটি আপনার মেঝের জন্য কার্যকর ও জীবাণুনাশক হবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখুন। আজকের দিন উপলক্ষে সেই উপকরণগুলো কিনে নিন। নিজের পাড়া বা মহল্লায় ‘মেঝে পরিষ্কার’–বিষয়ক ছোটখাটো একটি সামাজিক পরিচ্ছন্নতা অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আপনিও সুস্থ থাকুন, আশেপাশে সবাইকে সুস্থ থাকার পরামর্শ দিন।
সূত্র : ডেজ অব দ্য ইয়ার
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন