ছবি : সংগৃহীত
বাজারে এখন সোনার দাম আকাশছোঁয়া। মধ্যবিত্তদের তো সোনার গয়না বানানো কেবলই স্বপ্ন! আবার আমাদের দেশে সোনা ছাড়া বিয়ে, ভাবাই যায় না!
বর্তমান বাজারে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা (১৮ জানুয়ারি ২০২৪–এর হিসেবে)।
সোনার দাম বাড়ায় চিন্তার ভাঁজ অনেকের কপালে। বিশেষ করে বিয়ের কনেদের ক্ষেত্রে, যদিও নতুন কনের গা–ভর্তি গয়না পরার বাধ্যবাধকতা এখন আর নেই। তবে নতুন বউ বলে কথা! একটু সোনার গয়না দিয়ে তো তাকে বরণ করতেই হয়। বিয়ের উপহারে কম বাজেটে কীভাবে গড়বেন নতুন গয়না? তাদের জন্য জুয়েলারির দোকানগুলোতে আছে হালকা নকশার বাজেট ফ্রেন্ডলি সোনার গয়না। এতে করে দুই আনা, তিন আনা বা চার আনা সোনা দিয়েই তৈরি করে নিতে পারবেন পছন্দের গয়না। যেমন:-
আরো পড়ুন : ভারী দুল পরলে কানে ব্যথা? করণীয় জেনে নিন
লকেট
তিন আনা দিয়ে তৈরি লকেট বসানো চোকার বানাতে পারেন। চোকারের লকেটে সোনার ব্যবহার থাকলেও পুরো গয়নায় আছে পুঁতির ব্যবহার। এই গয়নার দাম ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা পড়বে।
একই ভাবে কানের দুল তৈরিতেও সোনার পাশাপাশি পুঁতির ব্যবহার করতে পারেন। এখানেও দুই আনা সোনার ব্যবহার হবে। কানের দুল জোড়ার দাম পড়বে ২০ হাজার টাকা।
ঐতিহ্যবাহী নকশা
ঐতিহ্যবাহী নকশায় তৈরি করতে পারেন কানের দুল। এ ধরনের দুল তৈরিতে দুই থেকে তিন আনা সোনা লাগে। দাম পড়বে ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা। এখানে একইভাবে পুঁতির ভেতর বসানো থাকবে।
স্টোন
স্টোনের লকেট! এই লকেটে তিন আনা সোনা থেকে বানাতে পারবেন। দাম পড়বে ৩৫ হাজার টাকা।
ডায়মন্ড কাট
ডায়মন্ড কাটের নকশায় পাথর বসানো সোনার হার। তিন থেকে চার আনা সোনা দিয়ে তৈরি করা যায় এমন গয়না। হাতের দুই জোড়া গোলাপ বালা তৈরিতেও ব্রোঞ্জের ওপর সোনার ব্যবহার করতে পারেন।
এস/ আই.কে.জে/
খবরটি শেয়ার করুন