বুধবার, ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ইন্দোনেশিয়ার, নতুন শুল্ক ১৯ শতাংশ *** পাকিস্তানে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম *** বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া *** আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে *** সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ভাঙা নিয়ে ভারত সরকারের হস্তক্ষেপ চাইলেন মমতা *** এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত *** শিঙাড়া-জিলাপির জন্য সিগারেটের মতো সতর্কবার্তা দেখাবে ভারত *** নিজেকে মোটা ভাবা এক ধরনের মানসিক রোগ! *** তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার *** নিবন্ধন যাচাইয়ে এনসিপিসহ ১৪৪ দলই ফেল, সুযোগ পাচ্ছে সবাই

ঢাকায় আসছেন শিল্পী অনুপম রায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী...’- নিজের লেখা এমন গানের কথায় পুলিশ ও শ্রোতাদের আনন্দ দেওয়ার জন্য ঢাকায় আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডাকে ঢাকায় আসবেন তিনি।

ডিএমপি জনমানুষের সেবার ৪৮ বছর পেরিয়ে ৪৯ বছরে পা দিতে যাচ্ছে ১লা ফেব্রুয়ারি। ওইদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে গান গাইবেন অনুপম। অনুষ্ঠানে অনুপম ছাড়াও মাইলসসহ দেশের একাধিক শিল্পী গান পরিবেশন করবেন।

শুক্রবার (২৬শে জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজারবাগ পুলিশ লাইনে গান পরিবেশন করবেন। তাকে এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে ১৯শে জানুয়ারি অনুপম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি রিল শেয়ার করেন। তাতে ক্যাপশন দেন ‘ঝটিকা সফর ঢাকা।’ সেদিন তিনি ডিএমপির অনুষ্ঠানে অংশ নিতে চুক্তিবদ্ধ হন। এর আগেও একাধিকবার ঢাকায় গান গাইতে আসেন অনুপম।

আরও পড়ুন: ভক্তদের জন্য সুখবর দিলেন প্রীতি জিনতা

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, অন্যসব বছরের মতো বিকেলের পরিবর্তে এবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও কেক কাটা হবে। আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে বই মেলার উদ্বোধন করার কথা রয়েছে। তাই অনুষ্ঠানে পরিবর্তন আনা হয়েছে।

১৯৭৬ সালের ১৩ই ফেব্রুয়ারি মাত্র ১২টি থানা নিয়ে যাত্রা শুরু হয় ডিএমপির। বর্তমানে ডিএমপিতে ৫৭টি বিভাগ ও ৫০টি থানা রয়েছে। একজন পুলিশ কমিশনার, ছয়জন অতিরিক্ত পুলিশ কমিশনার, ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৫৭ জন উপপুলিশ কমিশনারসহ প্রায় ৩৪ হাজারের বেশি পুলিশ সদস্য কর্মরত।

এসকে/

ঢাকা ডিএমপি অনুপম রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন