সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকার সঙ্গে পরামর্শ করে গাজায় হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

গাজায় প্রাণঘাতী হামলা চালানোর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরামর্শ করেছে ইসরায়েল। সোমবার (১৭ মার্চ) ফক্স নিউজের ‘হ্যানিটি’ শোতে এমনটাই জানালেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।   

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেছেন, সোমবার রাতে গাজায় হামলা সম্পর্কে ইসরায়েলকে পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন ও হোয়াইট হাউজ। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন- ‘হামাস, হুতি, ইরান এবং যারা শুধু ইসরায়েল নয়, আমেরিকার জন্যও হুমকিস্বরূপ, তাদের মূল্য দিতে হবে। তাদের ওপর সর্বনাশ নেমে আসবে।’ 

ট্রাম্প এর আগে প্রকাশ্যে একই ধরনের সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, ‘হামাসকে অবশ্যই গাজায় সব জিম্মিকে মুক্তি দিতে হবে, নতুবা নরক ভোগ করতে হবে।’

আরএইচ/এইচ.এস


ক্যারোলিন লেভিটা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন