বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে রিট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

৩১শে ডিসেম্বর খ্রিষ্টীয় বর্ষবরণের রাতে (থার্টি ফার্স্ট নাইট) সারা দেশের বাসা-বাড়ির ছাদে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার (৩০শে ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফ উজ্জামান বাদী হয়ে রিটটি দায়ের করেন।

এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন: হত্যা মামলায় হাসানুল হক ইনুর ফের ৪ দিনের রিমান্ড

বিষয়টি নিশ্চিত করে রিটকারী আইনজীবী আশরাফ উজ্জামান গণমাধ্যমকে বলেন, রাত ১১টা থেকে ১টা পর্যন্ত থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে তীব্র শব্দ দিয়ে কোনো অনুষ্ঠান না করা এবং বাসা-বাড়ির ছাদে আতশবাজি-পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাত ১০টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্তস্থানে জনসমাগম বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে।

পাশাপাশি ওইদিন আতশবাজি-পটকা ও ফানুস বেচাকেনা বন্ধ চাওয়া হয়েছে। এসব ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনাও এই রিট আবেদনে চাওয়া হয়েছে।

এসি/কেবি

থার্টি ফার্স্ট নাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন