ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবি যৌক্তিক। দ্রুততম সময়ে এ সমস্যার সমাধান করা হবে।
বুধবার (২৭শে মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, এটা খুবই যৌক্তিক দাবি। সুতরাং ওদের ভাতা বাড়াতে হবে।
ভাতা বাড়ানোসহ চার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। বিষয়টির সুরাহায় বৃহস্পতিবার (২৮শে মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আমন্ত্রণ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সমস্যাটা শোনার পর থেকে সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যত দ্রুত সম্ভব এটি সমাধান করতে চাই।
ডা. সামন্ত লাল বলেন, এ সমস্যা সমাধানে কাজ করছি। প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে। এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবো।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নেবে ভুটানের ডাক্তার-নার্সরা : স্বাস্থ্যমন্ত্রী
দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যে দাবিটি প্রসঙ্গে জেনেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি এলাম মাত্র দুই মাস। এসেই সংকটের বিষয়টি জানতে পারলাম। এর আগে জানতাম না। এ নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি মাত্র তিনদিন। এর মধ্যেই আমি এটা প্রস্তুত করলাম। এ নিয়ে বৃহস্পতিবার উনার (প্রধানমন্ত্রী) সঙ্গে কথা বলবো। এজন্য সময় দিতে হবে।
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বসার নির্দিষ্ট সময়-ক্ষণ জানাতে অপারগতা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।
এসকে/ আই. কে. জে/
খবরটি শেয়ার করুন