ছবি: সংগৃহীত
অভিনেতা মোশাররফ করিম গান করেন, এটা তার সহশিল্পীরা কমবেশি সবাই জানেন। বিভিন্ন আড্ডায় গান গেয়ে মাতিয়ে রাখেন তিনি। এবার গাইলেন সিনেমায়। ফজলুল কবীর তুহিনের ‘বিলডাকিনি’ সিনেমায় প্রথমবারের মতো প্লেব্যাক করলেন। ‘ভালো ভালো লাগে না’ শিরোনামের গানটির কথা ও সুর মোশাররফ করিমের। সিনেমায় ঠোঁটও মিলিয়েছেন তিনি। সম্প্রতি জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয়ে যেমন মুগ্ধ করেন ভক্তদের, তেমনি শুটিংয়ের আড্ডায় গানও করেন বন্ধু সহকর্মীদের সঙ্গে। আর এবার গান গাইলেন সিনেমার জন্য।
সিনেমায় মোশাররফ করিমের প্লেব্যাকের পেছনের কথা জানিয়ে নির্মাতা ফজলুল কবীর তুহিন বলেন, গানটি মোশাররফ ভাইয়ের অনেক আগের লেখা। মাঝে মাঝে আড্ডাতে আমরা সবাই গানটি গাই। এই সিনেমার প্রেক্ষাপট অনুযায়ী জেলখানায় একটি গানের প্রয়োজন ছিল।
আরও পড়ুন: আদানির ছেলের বিয়েতে পারফর্ম করবেন টেলর সুইফট!
এসি/ আই.কে.জে