বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান *** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ *** নিউইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত *** হিন্দুপল্লিতে হামলা: গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি কাল *** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের *** ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু *** ৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে, খসড়া চূড়ান্ত

শীতে ফ্রিজে বরফ জমছে? সহজেই সমাধান করবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪১ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

গরমকালে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে রাখতে হয়। শীতেও ঠিক তেমন কমিয়ে রাখা জরুরি। শীতকালে পরিবেশের তাপমাত্রা গরমের চেয়ে অনেকটাই কম থাকে। শীতে সব খাবার ফ্রিজে রাখার প্রয়োজনও থাকে না। তবে দেখা যায়, শীতে তাপমাত্রা ঠিক না রাখার কারণে ফ্রিজে বরফ জমে যায়।

ফ্রিজের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি অতিরিক্ত বরফ জমে যাওয়া। অনেকের ফ্রিজে প্রায়ই বরফের মোটা লেয়ার পড়ে যায়। ফলে ফ্রিজে রাখা জিনিসগুলো প্রয়োজনের সময় বের করা খুবই কষ্ট হয়ে যায়।

ফ্রিজে অতিরিক্ত বরফ জমার বেশ কয়েকটি কারণ আছে। আপনার ফ্রিজটিতে যদি থার্মোস্টেট সঠিক তাপমাত্রায় না থাকে তাহলে অতিরিক্ত বরফ জমতে পারে। অন্তত ১৫ দিনে একবার ফ্রিজের থার্মোস্টেটটি পরীক্ষা করুন। যদি না থাকে তবে তা ইনস্টল করুন।

সমস্যার সমাধান কীভাবে করবেন-

>> ফ্রিজগুলোর যা ফ্রোস্ট টাইপ তাতে সাধারণ বরফ জমা স্বাভাবিক। কিন্তু ফ্রিজের অনেক সমস্যা অসতর্কতার কারণেই হয়। সর্বপ্রথম যে বিষয়টি তা হলো সঠিক স্থানে ফ্রিজ বসানো। কিচেনে যদি এক্সহস্ট সিস্টেম ভালো না থাকে তবে ফ্রিজটি যেন কিচেনে না রাখা হয়। দেওয়াল থেকে পর্যাপ্ত দূরত্ব রেখে ফ্রিজের অবস্থান নির্বাচন করুন। এতে ফ্রিজের কম্প্রেসার সহজে ঠান্ডা হতে পারে।

>> ফ্রিজের একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। তাই অতিরিক্ত জিনিস রাখা মানে নতুন ঝক্কির সৃষ্টি করা। প্রথমত, এই কারণে ফ্রিজের ভেতরে বাড়তি তাপ সৃষ্টি হবে। যার ফলে ফ্রিজের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হবে। তাই কখন খাবার ঠান্ডা হবে না তো আবার কখনো বরফ জমে যাবে।

>> ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ করা হয় না এবং ময়লা হাতেই ফ্রিজটি বারবার খেলা হয়। ফ্রিজ একটি যন্ত্র, এতে ঠান্ডা পরিবেশ যেমন তৈরি হয় তেমনি প্রতিবার দরজা খোলার কারণে কিছু তাপমাত্রা বেড়ে যায় এবং পুনরায় ঠান্ডা হতে সময় লাগে।

আরো পড়ুন : শীতে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন জানা আছে কি?

জমা পরিষ্কারের সহজ উপায় জেনে নিন-

>> প্রথমেই ফ্রিজের পাওয়ারটি আনপ্লাগ করুন এবং কিছু সময় অপেক্ষা করুন যাতে বরফগুলো কিছুটা নমনীয় হয়। হালকা গরম পানি স্প্রে করতে পারেন। তবে একেবারে ঢেলে দিবেন না।

>> এরপর ফ্রিজ থেকে অনেক পানি ড্রেইন করবে। তাই ফোম অথবা পুরোনো কাপড় দিয়ে ফ্রিজের চারপাশ ঘিরে ফেলুন। তাতে কাজ অনেক সহজ হবে। নাহলে এই পানি সারা ঘরে ভরে যাবে। যা পরবর্তীতে পরিষ্কার করা খুবই কঠিন।

>> পানিগুলো অনেক সময় দূর্গন্ধযুক্ত হয় তাই মাস্ক ও গ্লাভস পরে কাজে করুন। খুব বেশি সময় নেওয়া যাবে না দ্রুতই বরফগুলো ফ্রিজের সঙ্গে বরফ সরানোর একটা চামচের মতো থাকে সেটি দিয়ে পরিষ্কার করুন।

>> পরিষ্কার করা হয়ে গেলে যতদূর সম্ভব ভেতরটা একেবারে মুছে ড্রাই করে ফেলুন।

>> এবার খালি অবস্থায়ই ফ্রিজটি প্লাগ ইন করে সচল করুন। ৩০ মিনিট পর ধীরে ধীরে জিনিসপত্র রাখতে শুরু করুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এস/ আই.কে.জে/


ফ্রিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন