ছবি: সংগৃহীত
প্রেমের সম্পর্ক ঘিরে প্রায়ই শিরোনামে থাকেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। তার প্রেমজীবনের দিকে তাকালেই একটি নির্দিষ্ট ধারা চোখে পড়ে— বেশির ভাগ ক্ষেত্রেই তার সঙ্গী হয়েছেন অনূর্ধ্ব ৩০ বছরের মডেল বা অভিনেত্রীরা। বর্তমানে তার প্রেমিকার বয়সও ২৭। সূত্র: এনডিটিভি।
সম্প্রতি গোল্ডেন গ্লোব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই প্রসঙ্গ নিয়েই প্রকাশ্যে মসকরা করলেন সঞ্চালিকা নিকি গ্ল্যাজার। আর তাতেই তৈরি হলো আলোচনা।
২০২৩ সাল থেকে ইতালির সুপারমডেল ভিত্তোরিয়া চেরেত্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন ডিক্যাপ্রিও। রবিবার গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে অভিনেতা হাজির হলে সেখানেই মঞ্চে দাঁড়িয়ে সঞ্চালিকা নিকি তুলে ধরেন লিওনার্দোর প্রেমজীবন প্রসঙ্গ।
দর্শকদের সামনে লিওনার্দোর উদ্দেশে তিনি বলেন, ‘কী দারুণ কর্মজীবন তোমার। অসংখ্য দুর্দান্ত পারফর্ম্যান্স—কত ভালো ভালো পরিচালকের সঙ্গে কাজ করেছ। তিনটা গোল্ডেন গ্লোব, একটা অস্কার তোমার ঝুলিতে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয়, প্রেমিকার ৩০ পূর্ণ হওয়ার আগেই নিজের জীবনে এই সবটা অর্জন করতে পেরেছ। মানে, সত্যিই অভাবনীয়!’ এই মন্তব্য শুনে খানিকটা অপ্রস্তুত হলেও মুহূর্তের মধ্যেই হাসিতে ভেঙে পড়েন ডিক্যাপ্রিও। তার মুখের অভিব্যক্তিতেই স্পষ্ট, মসকরাটিকে তিনি হালকাভাবেই নিয়েছেন।
তবে এখানেই থামেননি সঞ্চালিকা। আরো এক ধাপ এগিয়ে তিনি বলেন, “লিও, এই মজা করার জন্য আমি দুঃখিত। এভাবে মসকরা করাটা খুব নোংরা জানি! চেষ্টা করেছিলাম না করার, কিন্তু তোমার সম্পর্কে তো এ ছাড়া আর কিছু জানিও না! আর কিছুই নেই। অনেক খুঁজে তোমার দারুণ একটা সাক্ষাৎকার পেলাম—সেটা ১৯৯১ সালের। তোমার প্রিয় খাবার কি এখনও ‘পাস্তা, পাস্তা আর আরো পাস্তা’?” এই মন্তব্যে পুরো হলজুড়ে শুরু হয় হাসি আর করতালি। দর্শকদের উচ্ছ্বাসের সঙ্গে তাল মিলিয়ে ডিক্যাপ্রিওও হাত নেড়ে, হাসতে হাসতে সম্মতি জানান। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন