ছবি : সংগৃহীত
চুলের বিভিন্ন সমস্যা সমাধানে আদা ব্যবহার রয়েছে। কিন্তু কেন আদা ব্যবহার করা হয় তা চলুন জেনে নেওয়া যাক-
১. চুল পড়া কমাতে
আদা কেটে ছোট ছোট টুকরো করে সরাসরি মাথার তালুতে লাগান। এ ছাড়া আদার রস মাথার তালুতে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। এতে চুল পড়া কমবে।
২. খুশকি দূর
আদার রসের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি মাথার বিভিন্ন ধরনের সংক্রমণের সঙ্গে লড়াই করে খুশকি দূর করে।
আরো পড়ুন : কম বয়সেই কপালে ভাঁজ পড়লে যা করবেন
৩. মাথার তালু কেটে গেলে
মাঝে মাঝে খুশকির জন্য মাথা খুব বেশি চুলকাতে থাকি আমরা। এতে মাথার ত্বক কেটে যেতে পারে। আদার মধ্যে থাকা প্রদাহরোধী উপাদান এটি সারাতে কাজ করে।
৪. চুল ঝলমলে করতে
জলপাইয়ের তেলের সঙ্গে আদার রস মিশিয়ে মাথায় মাখতে পারেন। কমপক্ষে এক ঘণ্টা এভাবে রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন।এতে চুল ঝলমলে হবে।
সূত্র : বোল্ডস্কাই
এস/এসি
খবরটি শেয়ার করুন