সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে *** ১০ বছর পালিয়ে থাকার পর লেবাননের গায়ক ফাদেল শাকেরের আত্মসমর্পণ *** কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী কারাগারে *** বছরে ২ কোটি টাকার নৌকা বিক্রি হয় যে গ্রামে *** প্রবারণা পূর্ণিমা আজ *** গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প *** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ

গণমাধ্যম সংস্কার কমিশনে ওনাবের ৩ দফা দাবি পেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪১ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি- সংগৃহীত

সরকার গঠিত জাতীয় গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনাব)-এর এক সভা ২রা ফেব্রুয়ারি গণমাধ্যম কমিশনে অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন নিউজপোর্টালের নানাবিধ সমস্যা তুলে ধরার পাশাপাশি সভায় সংগঠনের পক্ষ থেকে ৩ দফা দাবি পেশ করা হয়েছে।

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সভাপতি কামাল আহমেদসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে ওনাবের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী অনলাইন নিউজপোর্টালের সার্বিক পরিস্থিতি তুলে ধরে করণীয় বিষয় নিয়ে বক্তব্য দেন।

সংগঠনের পক্ষ থেকে সবশেষ বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি লতিফুল বারী হামিম।

আরও আলোচনায় অংশ নেন সংগঠনের সদস্য মোস্তফা কামাল মজুমদার, তৌহিদুল ইসলাম মিন্টু, সাখাওয়াত সজিব, বাংলা নিউজের লুৎফর রহমান হিমেল, বিডিনিউজের জাহিদুল কবীর, জাগোনিউজের কেএম জিয়াউল হক প্রমুখ।

সভা শেষে কমিশনের চেয়ারম্যানের কাছে ওনাবের পক্ষ থেকে তিনদফা দাবি পেশ করা হয়। এগুলো হচ্ছে-

১. বছর বছর রেজিস্ট্রেশন প্রদান এবং ফি-প্রথা বাতিল করতে হবে;

২. রেজিস্টার্ড অনলাইনগুলোতে সরকারি বিজ্ঞাপন প্রদান করতে হবে এবং

৩. হাইকোর্টের রায় অনুযায়ী নন-রেজিস্টার্ড অনলাইনগুলোকে বন্ধ করে দিতে হবে।

আই.কে.জে/                                           

গণমাধ্যম সংস্কার কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250