শুক্রবার, ১৪ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মেয়েকে মাটিতে পা রেখে চলার পরামর্শ রাবিনার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

অজয় দেবগন প্রযোজিত ‘আজাদ ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানির। ছবিতে তার বিপরীতে রয়েছেন অজয় দেবগনের ভাইপো আমন দেবগন। সম্প্রতি নিজের ক্যারিয়ার প্রসঙ্গে মায়ের দেওয়া পরামর্শ প্রকাশ্যে এনেছেন রাশা।

এক প্রশ্নের উত্তরে রাশা জানান, মাটিতে পা রেখেই জীবনে এগিয়ে যেতে চান তিনি। আর এক্ষেত্রে তার অনুপ্রেরণা শ্রদ্ধা কাপুর।

আরও পড়ুন: বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই ঐশ্বরিয়াকে নিয়ে অনেক বড় মন্তব্য অভিষেকের!

রাশা জানিয়েছেন, ফিল্মি পরিবারের সদস্য বলেই ছোট থেকে তাদের খুব অন্যভাবে বড় করে তুলেছেন অভিভাবকরা। তাকে সব সময় মাটিতে পা রেখেই চলতে শিখিয়েছেন মা রাবিনা।

রাশা বলেন, ‘যতই সাফল্য আসুক না কেন, মা আমাকে মাটিতে পা রেখেই চলার পরামর্শ দিয়েছেন। আর মা বলেছেন, ‘যদি কোনোদিন দেখি তুমি বাড়াবাড়ি করছ, তা হলে আমি তোমাকে চড় মারব। যদি দেখি তুমি আকাশে উড়ছ, তা হলে আমি গিয়ে তোমাকে পৃথিবীতে ফিরিয়ে আনব।’

এসি/ আই.কে.জে/ 

রাবিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন