মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত হলো রাবির সি ইউনিটের ফল, পাসের হার ৪৬ শতাংশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৪টি শিফটে গড়ে ৪৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। এছাড়া অ-বিজ্ঞান অংশে পাস করেছে ৮০ দশমিক ৬ শতাংশ।  

সোমবার (১১ই মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার এ ফল প্রকাশ করেন।

আরো পড়ুন: ইবিতে প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ৩৩ শিক্ষার্থী

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ই মার্চ ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘সি’ ইউনিটে বিজ্ঞান অংশে চূড়ান্ত আবেদন করেছিল ৭৪ হাজার ৫৭৭ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৬১ হাজার ১১৯ জন, অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৪৫৮ জন।

এ ভর্তি পরীক্ষায় পাস করেছেন ২৮ হাজার ৯১ জন এবং ফেল করেছেন ৩২ হাজার ৬৫৮ জন। উওরপত্র বাতিল হয়েছে ৩৬৬ জনের। এছাড়া বহিষ্কার করা হয়েছে চারজন পরীক্ষার্থীকে।

এবছর ‘সি’ ইউনিটের বিজ্ঞান অংশে সর্বোচ্চ মার্ক ৯৬ এবং অ-বিজ্ঞান অংশে সর্বোচ্চ ৮৭ মার্ক পেয়েছে।  

এই ইউনিটে ভর্তি চলবে আগামী ১০ই মে থেকে ২০শে জুন পর্যন্ত। আগামী পহেলা জুলাই থেকে ক্লাস শুরু। এছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) জানা যাবে।

এইচআ/  

ফল প্রকাশ রাবি সি ইউনিট ফল প্রকাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন