ছবি: সংগৃহীত
ধানচাষ যে শুধু বিস্তীর্ণ উঁচু-নিচু ও সমতল ভূমিতেই হয় তা আমরা সবাই জানি। তবে শহরে-বাড়ির ছাদেও যে ধানচাষ সম্ভব, সেটি বাস্তবে করে দেখিয়েছেন বরিশাল নগরীর একজন চিকিৎসক। তার নাম ডা. নাফিসা জাহান।
তিনি শহরের বাড়ির ছাদে পরিত্যক্ত প্লাস্টিক বোতলে ধানচাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন। তবে অবাক করার বিষয় তিনি কৃষি বিজ্ঞানের ছাত্রী নন, পেশায় চিকিৎসক হলেও তার এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে স্থানীয় কৃষি বিভাগ।
ডা. নাফিসা জাহান বরিশাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের (ইনমাস) পরিচালক।
ডা. নাফিসা বলেন, ‘আমার মাথায় চাপে কৃষিকাজের বিষয়টি। তাই নিজের শখ পূরণে ভবনের ছাদে ধানচাষ করেছি, সাফল্যও পেয়েছি।’
উদ্যোগের বিষয়ে সম্প্রতি এক আলাপচারিতায় তিনি বলেন, চিন্তা করছিলাম শুরুটা কীভাবে করবো? একদিন চিন্তা করলাম জায়গা নেই, তাতে কী? যদি প্লাস্টিকের বোতলকে ব্যবহার করি ফিল্ড হিসেবে-কেমন হয়! যেই ভাবনা সেই কাজ। তাই ভাঙাড়ির দোকান থেকে ২ ও ৫ লিটারের প্লাস্টিকের ৫০০ বোতল সংগ্রহ করি। কালিজিরা জাতের এক কেজি ধানের বীজ সংগ্রহ করে এসব বোতলে আবাদ করা হয়। দেখি, এখানে বেশ ভালোভাবেই গাছগুলো বেড়ে উঠছে।
ডা. নাফিসার বলেন, ফি বছরই ইনমাস কার্যালয়ের সামনে সমতল ভূমিতে (জমি) বিভিন্ন কৃষিবাগান করি। এবারও বাগানের বার্ষিক বাজেট থেকেই ছাদে ধানচাষের ব্যয় করা হয়।
তবে এই সাফল্যের সবচেয়ে বড় কৃতিত্ব দিতে চান ইনমাসের মালি আনোয়ার হোসেনকে। ধানচাষে এই পরিচর্যাকারী বলেন, উন্নয়নমূলক কাজ চালু থাকায় নিচে বাগান তৈরি সম্ভব ছিল না। তাই কর্মকর্তাদের সঙ্গে মূল ভবনের ছাদে বাগান করার বিষয়ে পরামর্শ করি। এতে পরিচালকসহ কর্মকর্তারা সায় দেন। পরে বীজ ও অন্যান্য উপকরণ দিয়ে ধানচাষ করা হয়।
আনোয়ার হোসেন বলেন, ‘এর আগে এই ছাদে আখ লাগানো হয়েছে। আখের ফলন ভালো হওয়ায় ধানচাষের কথা মাথায় আসে। পরীক্ষামূলক উদ্যোগে সফল হওয়ায় খুবই ভালো লাগছে। যা ভবিষ্যতে হয়তো বিভিন্ন অঞ্চলে কিংবা এলাকায় শুরু করা যাবে।’
তিনি বলেন, জমিতে ধানচাষের ক্ষেত্রে যে পরিমাণ পোকামাকড়ের বালাই থাকে, ছাদে তেমন একটা নেই। পাশাপাশি বোতলে ধানচাষ করার কারণে মাটির সঙ্গে পানিও ধরে রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি ছাদের ওপর কোনো প্রকার আগাছা না থাকায় দ্রুত সময়ের মধ্যেই ধানের চারাগুলো বেড়ে উঠেছে।
তিনি আরও বলেন, ‘সম্প্রতি সেখানে পাকা ধান কাটা হয়েছে। প্রথম বছরে প্রায় ৫০ কেজির মতো ধান পাওয়া গেছে। এটা বৃহৎ আকারে করলে ফলন আরও বাড়বে।’
আরও পড়ুন: বিনা চাষে সরিষা আবাদ শুরু করেছেন ময়মনসিংহের কৃষকরা
এসি/ আই.কে.জে