বৃহঃস্পতিবার, ২৪শে অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন *** ব্যাংকগুলোর সম্পদ মূল্যায়নের কাজ শুরু হবে নভেম্বরে : গভর্নর *** ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন দিনাজপুরের রানা *** শেখ হাসিনার পরিবারসহ অন্যদের বরাদ্দ প্লট বাতিলে হাইকোর্টের রুল *** সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ : উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত *** খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে মামলা খারিজ *** নিলামে উঠছে এমপি কোটার ২৪ বিলাসবহুল গাড়ি *** ময়মনসিংহ ও মৌলভীবাজারে ১৯৮ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ *** ‘সিন্ডিকেট ভাঙতে কৃষিবাজার তৈরির উদ্যোগ নেবে সরকার’ *** পশ্চিমাবিরোধী বৃহত্তম জোট ‘ব্রিকস’ কি পারবে চ্যালেঞ্জ উতরে যেতে

শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন সাইমন সাদিক

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন চিত্রনায়ক সাইমন সাদিক। শনিবার ( ২০শে জানুয়ারি) এ পদত্যাগ পত্র জমা দেন তিনি। 

সভাপতি বরাবর লেখা পদত্যাগপত্রে তিনি বলেন, “আমি সাইমন সাদিক, আপনার নেতৃত্বাধীন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনগুলোতে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ নিবেদিত ছিলাম। কিন্তু সম্প্রতি সমিতির নেওয়া কিছু সিদ্ধান্ত ও নীতির সঙ্গে আমি একমত হতে পারছি না। বিশেষ করে সাফটা চুক্তিতে বিদেশি ভাষার সিনেমা আমদানি করে দেশীয় চলচ্চিত্র শিল্পকে হুমকিতে ফেলে বিদেশি সিনেমা মুক্তির প্রেক্ষিতে উদ্ভূত বিতর্কিত পরিস্থিতিতে সমিতির কার্যকরী পরিষদের নিস্ক্রিয়তা আমার কাছে সমর্থনযোগ্য নয়। 

উল্লেখ্য যে, আমার অভিনীত 'শেষ বাজি' চলচ্চিত্রটি যে দিন (শুক্রবার, ১৯শে জানুয়ারি) মুক্তি পেয়েছে, একই দিনে নিয়মনীতি না মেনে বিদেশী আরেকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে এবং আমাদের অধিকাংশ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে। 

এ কারণে আমাদের চলচ্চিত্র শিল্প এবং আমার ক্যারিয়ার যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু অত্যন্ত হতাশার বিষয় এ সম্পর্কেও আমাদের সমিতি নীরব রয়েছে।  

এ সব বিষয় নিয়ে মতবিরোধ থাকায় সমিতির কার্যকরী কমিটিতে থাকা আমি অযৌক্তিক এবং অনুচিত মনে করছি। তাই সহ-সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চাইছি। অবাক হই বার বার এটা ভেবে যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সকল ক্ষেত্রে আমরা স্বনির্ভর হবার চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু চলচ্চিত্র শিল্পে ক্রমাগত পরনির্ভরশীল হচ্ছি, বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান রইল। আমি অতীতের মতোই দেশীয় চলচ্চিত্র বিকাশের পক্ষে কাজ করে যাবো।”

চলচ্চিত্র শিল্পী হিসেবে তিনি সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন বলেও উল্লেখ করেন। 

ওআ/ আই. কে. জে/ 


সাইমন সাদিক

খবরটি শেয়ার করুন