রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোদির পর চীনে পুতিন *** প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি শিগগির, কমিটি গঠন *** চবি শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে সংঘর্ষে ‘উসকানি’ দেওয়া উদয় কুসুমকে বিএনপি থেকে বহিষ্কার *** বাংলাদেশে খেলতে এসে কনটেন্ট বানাচ্ছেন নেদারল্যান্ডসের ক্রিকেটার *** এক বছরে ১২৩টি সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা *** জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে: আসিফ মাহমুদ *** বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সময়ে পরিবর্তন *** এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় *** চীনে মোদির সঙ্গে বৈঠকে সি, সরাসরি ফ্লাইট, বাণিজ্য সম্পর্কসহ আলোচনায় যেসব বিষয় *** ‘মনোমালিন্যের’ পর রুমিন উপহার পাঠিয়েছেন, জানালেন হাসনাত

সমকামী রাজনীতিবিদ, বিনোদন দুনিয়ায় কিসের অনুপ্রেরণা খোঁজেন জন আব্রাহাম?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিনোদন দুনিয়ায় যেন খরা চলেছে! গত কয়েক বছর ধরেই লাভের অঙ্কের হিসাবে হোক বা ভালো নির্মাণের নিরিখে— সমালোচনা শুরু হয়েছে মূলধারার ছবি নিয়ে। বলিউডের ছবিতে নতুনত্ব নেই, এমনই দাবি করেছেন অনেক তারকা। আবার তারকাদের বিরাট অঙ্কের পারিশ্রমিকের তুলনায় ছবির বাণিজ্য কম, উঠে এসেছে এমন পরিসংখ্যানও। এরই মধ্যে ধীরে ধীরে গোটা ভারতের বিনোদন বাজারে জাঁকিয়ে বসছে মালয়ালম ছবি। গত কয়েক বছরে একের পর এক ভালো কাহিনিনির্ভর ছবি তৈরি হয়েছে দক্ষিণে, এমনই দাবি দর্শক-সমালোচকের।

এবার সেই প্রসঙ্গ টেনেই নিজের মুগ্ধতার কথা জানালেন জন আব্রাহাম। এক সময় তার দেহসৌষ্ঠব, যৌন আবেদন ঝড় তুলেছিল রুপালি পর্দায়। এখন জন একজন চলচ্চিত্র নির্মাতাও। আর সেই প্রসঙ্গেই তিনি মালয়ালি ছবি থেকে অনুপ্রেরণা খোঁজার কথা বলেন। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি এক আলোচনাসভায় যোগ দিয়ে জন জানান, তিনি দক্ষিণী ছবির ভক্ত। নিজেও ওই ধরনের ভাবনা থেকে ছবি বানাতে চান। কথা প্রসঙ্গে অভিনেতা-প্রযোজক জানান, তিনি বহু বছর ধরে মোহনলাল বা মামুট্টির মতো দক্ষিণী অভিনেতার ভক্ত। সেখানেই উঠে আসে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কথল- দ্য কোর’ ছবির কথা। এ ছবিতে এক সমকামী রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেন মামুট্টি।

জন বলেন, 'মালয়ালম চলচ্চিত্র জগৎ খুবই সাহসী। আমার তো মনে হয় এই সময় সারাদেশের সেরা ছবিগুলো মালয়ালম ইন্ডাস্ট্রি থেকেই আসছে। দেখুন, মামুট্টি একটি ছবিতে রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন, এবং সেই রাজনীতিবিদ সমকামী। এ রকম একটি চরিত্রে একজন সুপারস্টারের অভিনয় করা সত্যিই সাহসিকতার পরিচায়ক।'

জন জানান, তিনি মালয়ালম ছবির প্রতি আগ্রহী। আরও বেশি ছবি করতে চান ওই জগতে। বলেন, আমি যদি আপনাদের ভাবনাচিন্তা ধার করতে পারতাম, তা হলে কেরলে একটি ‘রাইটার্স রুম’ খুলতাম। সেখানে নানা ধরনের গল্প তৈরি হত, তা থেকে ছবি তৈরি হত সারাদেশের জন্য বা শুধু মালয়ালিতেই। আমি মালয়ালম ছবি প্রযোজনা করতে আগ্রহী, এটাই সঠিক সময়। কিন্তু অন্য ভাষার ছবিও প্রযোজনা করতে চাই।

জে.এস/

বলিউড অভিনেতা জন আব্রাহাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন