বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন *** নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ইসির কাছে ৭১ সংগঠনের ১০ সুপারিশ *** ‘নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না’ *** ‘কাজের টোপ’ দিয়ে রাশিয়ায় নিয়ে বাংলাদেশিদের পাঠানো হচ্ছে যুদ্ধে *** পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না: শফিকুর রহমান *** বিচ্ছেদের পর গলায় স্ত্রীর ছবি ঝুলিয়ে দুধ দিয়ে গোসল

যুক্তরাষ্ট্রে ৭০ লাখ ডলারের কোকেন বহনের অভিযোগে দুই ভারতীয় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে মাদক বহনের অভিযোগে দুজন ভারতীয় ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০৯ পাউন্ড (প্রায় ১৪০ কেজি) কোকেন উদ্ধার করা হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৭০ লাখ ডলার। খবর এনডিটিভির।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গুরুপ্রীত সিং (২৫) ও জসবীর সিং (৩০)। তারা যথাক্রমে ২০২৩ এবং ২০১৭ সালে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।

গত শনিবার পুটনাম কাউন্টির হাইওয়েতে তল্লাশির সময় ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ট্রাকচালকের আসনের পেছনে থাকা ঘুমানোর জায়গায় বিপুল পরিমাণ কোকেন পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির তথ্য অনুযায়ী, এই মাদক সেবন করে অন্তত ১ লাখ ১৩ হাজারের বেশি আমেরিকানের মৃত্যু হতে পারত।

অভিযানে অংশ নেওয়া একটি প্রশিক্ষিত কুকুর ট্রাকের মধ্যে কোকেন শনাক্ত করে। এরপর পুলিশ চালকের আসনের পেছনে কম্বল দিয়ে ঢেকে রাখা অনেকগুলো কার্ডবোর্ডের বাক্স খুঁজে পায়। সেগুলোর ভেতর থেকে বিপুল পরিমাণ কোকেন জব্দ করা হয়। এরপর চালকদের পুটনাম কাউন্টির কারাগারে নিয়ে যাওয়া হয়।

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আটক দুজনের দাবি, ট্রাকের ভেতরে কী ছিল তা জানতেন না। তারা বলেছেন, ট্রাক কোম্পানি ট্রাকটিকে রিচমন্ডের একটি ভারতীয় রেস্তোরাঁয় নিয়ে এতে পণ্য তোলা পর্যন্ত অপেক্ষা করতে নির্দেশ দিয়েছিল।

গুরুপ্রীত সিং ২০২৩ সালের ১১ই মার্চ অ্যারিজোনা হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। অন্যদিকে জসবীর সিং ২০১৭ সালের ২১শে মার্চ ক্যালিফোর্নিয়া হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। গত মাসে চুরি করা পণ্য রাখার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

ভারতীয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250