সোমবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমরা কারসাজির ‘ক’ও বুঝি না: রাবি উপাচার্য *** নেপালে সরকার পতনের পর হঠাৎ কেন আলোচনায় বলিউডের এই অভিনেত্রী *** আরব বিশ্বের ‘ন্যাটো’ গড়ে তুলতে তোড়জোড়, আলোচনা শুরু *** ফরিদপুরে মসজিদে আশ্রয় নিল পুলিশ... *** শীর্ষ আদালতগুলো কেন ‘শুধু পুরুষদের ক্লাব’ হয়ে উঠছে *** গাজা গণহত্যায় ভারতের সঙ্গে যৌথভাবে উৎপাদিত অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল *** তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না: প্রধান উপদেষ্টা *** রাকসু নির্বাচন: হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪২ প্রার্থী *** ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা *** ইউরোপীয় পার্লামেন্টের উপকমিটির প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ

চিয়া সিডস খাওয়ার আসল নিয়ম জানেন কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ৩০শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্বাস্থ্য সচেতন মানুষের কাছে পরিচিত একটি নাম চিয়া সিডস। ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই নিয়মিত চিয়া সিড ভেজানো পানি পান করেন। কেউবা আবার ওটসের ওপর চিয়া সিডস ছড়িয়ে খেয়ে থাকেন। তবে উপকারি এই উপাদানটি খাওয়ার সঠিক উপায় অনেকেরই অজানা। 

স্বাস্থ্যের জন্য চিয়া সিডস অত্যন্ত উপকারি। এই বীজে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিনের মতো উপকারি সব উপাদান। বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পুষ্টির ভান্ডার এটি। চিয়া সিডস খেলে আপনি ফিট থাকতে পারবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। 

কাঁচা অবস্থায় কখনোই চিয়া সিড খাওয়া উচিত নয়। খাওয়ার আগে এটি অবশ্যই পানিতে ভিজিয়ে নিতে হয়। পানি বা দুধে ভেজালে এটি থকথকে আকার নেয়। এভাবেই স্মুদি বা পুডিং এর সঙ্গে চিয়া সিড মিশিয়ে খেতে হয়। 

চিয়া সিড পানিতে ভেজালে যখন জেল উৎপন্ন হয় তখন প্রয়োজনীয় পুষ্টিগুলো ভেঙে যায়। শরীরের জন্য যা উপকারি। ভেজানো চিয়া সিড খেলে এর পুষ্টি শরীর দ্রুত শোষণ করতে পারে। এভাবে চিয়া সিড খেলে হজমও হয় দ্রুত। 

আরো পড়ুন : হ্যাপি হরমোন বাড়বে যে খাবার

দুধ হোক কিংবা পানি, চিয়া সিড ভেজানোর সঠিক পদ্ধতি রয়েছে। সবসময় ১:৩ অনুপাতে চিয়া সিড পানি বা দুধে ভেজান। অর্থাৎ পাত্র বা গ্লাসের ১ অংশ চিয়া সিড এবং ৩ অংশ জল বা দুধ নিন। এর বেশি চিয়া সিড বা পানি নেবেন না।

পানি বা দুধে চিয়া সিড মেশানোর পর ১৫ মিনিট রেখে দিন। মাঝে চামচ দিয়ে মিশ্রণ একটু নেড়ে দিন। যখন মিশ্রণটি থকথকে হয়ে যাবে তখন এটি খেতে পারেন। দুধের সঙ্গে চিয়া সিড মেশালে সঙ্গে ফল, বাদাম এবং অন্যান্য বীজ মেশাতে পারেন। 

কেবল পানি বা দুধে ভিজিয়েই যে চিয়া সিড খেতে হবে এমনটা নয়। রোস্টেড চিয়া সিডও খেতে পারেন। শুকনো কড়াইতে চিয়া সিড ভেজে নিন। এই রোস্টেড চিয়া সিড দই, ওটমিল বা সালাদে ছড়িয়ে খেতে পারেন। মেশাতে পারেন স্মুদিতেও। 

রোস্টেড চিয়া সিড খেলে এর সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান করুন। নয়ত হজমের গণ্ডগোল দেখা দিতে পারে। চেষ্টা করুন সকালের নাশতায় চিয়া সিডস রাখতে। এতে উপকার মেলে বেশি। চিয়া সিডস খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। ফলে বাড়তি খাওয়ার প্রবণতা কমে। ওজন কমানোর ক্ষেত্রে যা সহায়ক ভূমিকা রাখে। 

এস/ আই. কে. জে/ 


চিয়া সিড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন