‘পাপ কাহিনি’ ওয়েব সিরিজের বিভিন্ন দৃশ্য। ছবি: সংগৃহীত
৩ পর্বের ওয়েব সিরিজ পাপ কাহিনি বানিয়েছেন শাহরিয়ার নাজিম জয়। সিরিজটির অন্যতম প্রধান চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তার সঙ্গে আরও আছেন রুনা খান, মৌসুমী মৌ, তানজিয়া মিথিলা প্রমুখ।
পাপ কাহিনির গল্প মফিজ নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে। তার স্ত্রীর অঢেল সম্পদ। তবে বউকে ভালো লাগে না মফিজের। অন্য নারীর প্রতি তার চোখ। একসময় তার চোখ পড়ে স্ত্রীর বোনের দিকে। তবে সেটা হাতেনাতে ধরে ফেলে স্ত্রী। মফিজ তার কাছে মাফ চেয়ে পরিস্থিতি সামাল দেয়। একসময় হত্যার জন্য স্ত্রীকে মাঝনদীতে ফেলে দেয়। কিন্তু প্রাণে বেঁচে যায় মফিজের স্ত্রী। প্রতিশোধ নেওয়ার জন্য মফিজকে খুন করে সে।
গল্পকে আকর্ষণীয় করে তুলতে নির্মাতারা মনোযোগ দেন চিত্রনাট্য, সংলাপ, সিনেমাটোগ্রাফির দিকে। কিন্তু নির্মাতা জয়ের মনোযোগ ছিল অশ্লীল সংলাপে, এমন অভিযোগ কোনো কোনো নেটিজেনের।
অঢেল টাকার মালিক হয়ে মফিজ যখন পতিতালয়ে সময় কাটাচ্ছে, তখন এক বন্ধু পরামর্শ দেয়, তার উচিত সিনেমায় টাকা ঢালা। তবেই নায়িকাদের নিজের করে পাওয়া যাবে। যত নামী নায়িকাই হোক না কেন!
নেটিজেনদের প্রশ্ন, আসলেই কি এমনটা হয় শোবিজে? এত বছর মিডিয়ায় কাজ করার পরও এ ধরনের ভাবনা শাহরিয়ার নাজিম জয় কীভাবে পর্দায় দেখালেন, সে প্রশ্ন করাই যায়। যদিও শেষ পর্যন্ত পাপ কাহিনিতে নায়িকার মন জয় করতে পারে না মফিজ।
সম্প্রতি আইস্ক্রিনের ফেসবুক পেজে পাপ কাহিনি সিরিজের কয়েকটি ক্লিপ প্রকাশ করা হয়েছে। এরপর সিরিজটি নিয়ে নেটিজেনরা আলোচনা-সমালোচনা করছেন।
জে.এস/
খবরটি শেয়ার করুন