ছবি : সংগৃহীত
হিমেল হাওয়ার দিনগুলোতে কমবেশি সবারই ত্বক শুষ্ক হয়ে পড়ে। অনেকেরই ত্বক ফেটে যায় এ সময়। তবে যাদের ত্বক এমনিতেই একটু শুষ্ক ও রুক্ষ প্রকৃতির, অন্যদের চেয়ে তাদের সমস্যা একটু বেশিই হয়। আমাদের দেশে সাধারণত শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক শুষ্ক হয়। অল্প আর্দ্রতা, সূর্যের আলো ও ঠান্ডা বাতাস এর কারণ।
শুষ্ক ত্বককে কোমল-মসৃণ করতে ও উজ্জ্বলতা বাড়াতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটি চমৎকার প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন।
আরো পড়ুন : শ্যাম্পু না করেও চুল পরিষ্কার রাখার ট্রিকস
প্যাকটি বানাতে যে যে উপকরণ প্রয়োজন-
১ টি ডিম।
১ টেবিল চামচ মধু।
১ টেবিল চামচ গ্লিসারিন।
১ টেবিল চামচ খনিজ তেল।
পদ্ধতি
পরিষ্কার পাত্রে ডিমটিকে ভালো করে ফেটে নিন। ফেটানো ডিমের সাথে মধু, গ্লিসারিন ও খনিজ তেল মিশিয়ে নিন। এবার মিশ্রণটিকে আপনার ত্বকের শুষ্ক স্থানগুলোতে প্রলেপের মতো লাগিয়ে নিন। ২০ মিনিট অপেক্ষা করে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। শুষ্ক ত্বকের স্থায়ী সমাধান পেতে সপ্তাহে ছয়দিন একবার করে প্যাকটি টানা চার সপ্তাহ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।