ছবি: সংগৃহীত
কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে শুক্রবার (৭ই জুন) শুরু হয়েছে জাতীয় ফল মেলা। এবারের প্রতিপাদ্য বিষয় ‘ফলে পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ’।
তিন দিনের এই মেলায় প্রদর্শিত হচ্ছে নানা রকম দেশি ফল। মেলায় আসা দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন ও রাসায়নিক মুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারবেন।
মেলার উল্লেখযোগ্য কিছু ছবি:
১. নানা ধরনের মাশরুম দেখছেন এক তরুণী
২. নানা ধরনের আচার দেখছেন দর্শনার্থীরা
৩. স্টলে সাজিয়ে রাখা নানা ধরনের ফল
৪. বড় আকারের আম হাতে আনন্দিত এক শিশু
এইচআ/