শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন আহমদ *** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে

অপোর এই ফোন দিয়ে ছবি তুললেই ‘ম্যাজিক’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রযুক্তির বাজারে নয়া চমক নিয়ে হাজির হয়েছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। অপো ফাইন্ড এক্স৮ প্রো নামে নতুন ডিভাইস এনেছে হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানটি। এই ফোনে চমকপ্রদ কিছু ফিচার রয়েছে। যার মূল্যে রয়েছে ক্যামেরা। এই ফোনের ক্যামেরায় ম্যাজিকাল কিছু ফিচার রয়েছে। জানুন এই ফোনটি সম্পর্কে-

এখন প্রায় সব প্রিমিয়াম স্মার্টফোনেই মাল্টিক্যামেরা সেটআপ থাকে। ভালো মানের মিররলেস ক্যামেরার চেয়েও কার্যকর। অপো ফাইন্ড এক্স৮ প্রো এর সবচেয়ে বড় উদাহরণ। এআই-কে কীভাবে কাজে লাগানো যায়, দেখিয়ে দিয়েছে এই ডিভাইস।

স্মার্টফোন ফটোগ্রাফি এখন আর শুধু ছবি বা ভিডিও তোলার মধ্যে সীমাবদ্ধ নেই। বরং বিভিন্ন টুলের সাহায্যে সেই ছবিকে আরও উন্নত করছে। ডেডিকেটেড ক্যামেরা মোড এবং ইমেজ এডিটিং-এর সুবিধা পাচ্ছেন ইউজাররা।

অপোর নতুন এই ফোনের  এআই ফিচার ফটোগ্রাফিকে পৌঁছে দিয়েছে অন্য মাত্রায়। স্বীকার করতেই হবে অপো অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এআই-কে কাজে লাগিয়েছে। যা আর পাঁচটা এআই চালিত ফটোগ্রাফি ফিচারের চেয়ে একেবারে আলাদা।

আরো পড়ুন : সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার চেষ্টা নাসার মহাকাশযানের

এআই জুম: অনেক স্মার্টফোনই ১২০ এক্স হাইব্রিড বা ডিজিটাল জুমের মতো ফিচার দেওয়ার দাবি করে। কিন্তু অপো ফাইন্ড এক্স৮ প্রো হাই জুমিংয়েও ছবির গুণগত মান বজায় রাখতে এআই-কে কাজে লাগিয়েছে। জেনেরেটিভ অ্যাডভার্সেরিয়াল নেটওয়ার্কের রঙ, টেক্সচার আর শার্পনেস একই থাকে। পিক্সেল-বাই-পিক্সেলে ছবি হয় ঝকঝকে।

স্মার্ট সিন: আলো কম থাকুক বা বেশি, কোনও পরোয়া নেই। এই ফিচার আলো আনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ক্যামেরার সেটিংস অপটিমাইজ করে দেবে। মঞ্চ, সিলুয়েট, বা আতশবাজির মতো মোডে স্যুইচ করে যাবে। ইউজারকে ম্যানুয়ালি কিছু করতে হবে না। ফট এবং ভিডিও উভয় মোডেই এই ফিচার কাজ করে। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আদর্শ।

এআই ক্ল্যারিটি এনহ্যান্সার: ছবির রেজুলেশন বাড়িয়ে দেয় এআই ক্ল্যারিটি এনহ্যান্সার। ফলে অস্পষ্ট বা আবছা ছবিও সশরীরে চমৎকার ফুটে ওঠে। শুধু অপো ফাইন্ড এক্স৮ প্রো ডিভাইসে তোলা ছবি নয়, যে কোনও ছবির রেজোলিউশনই এই ফিচার বাড়িয়ে দিতে পারে।

এআই ইরেজার: নাম শুনেই কাজ বোঝা যাচ্ছে। ফ্রেম থেকে অপ্রয়োজনীয় অবজেক্ট বা বস্তু মুছে ফেলা যায় এই ফিচারের সাহায্যে। নিজে থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারে। গুগল ফটোস-এও এই ফিচার রয়েছে।

এআই রিফ্লেকশন রিমুভার: অনেক সময় আলো রিফ্লেক্ট করে ছবির বারোটা বাজিয়ে দেয়। অন্য কিছুও হতে পারে। এই ফিচার সেই রিফ্লেকশনকে মুছে দেয়। ছবির গুণগত মান উন্নত হয়।

এস/ আই.কে.জে/   

অপো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250