সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

স্যান্ডি সাহার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

কলকাতার ইউটিউবার স্যান্ডি সাহার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে।

সোমবার (১৯শে ফেব্রুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ, এম জুলফিকার হায়াতের আদালতে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচার ও হত্যার হুমকির অভিযোগে মামলাটি করা হয়। এর আগে গত ডিসেম্বর মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে মর্মে অভিযোগ এনে স্যান্ডি সাহার বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করেন মহিউদ্দিন।

সে সময় এ বিষয়ে মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি ফেসবুক স্ক্রল করছিলাম। এক পর্যায়ে দেখতে পাই প্রতি ১০ টি পোস্টের ৮ টি পোস্ট স্যান্ডি সাহা ও বিডি ইমরান নামে একজনকে ঘিরে। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা ক্রিয়েট করছে। সেসব কন্টেন্টে দেখতে পাই দুজন পুরুষের সম্পর্ক নিয়ে একটি ব্যাপার, ওটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা আলোচনা করছে নানা ধরণের পোস্ট বানাচ্ছে। যেসব কন্টেন্টে খুবই ইমোশনাল মিউজিক ব্যবহার করা হয়েছে। কেউ বা লাইভে গালাগালি করছে, খুবই অশালীন ভাষায়। আমি চাই না এসব পোস্ট যেন আমার হোমপেইজে আসে। 

ধর্মীয় অনুভূতিতে এসব আঘাত হানছে অভিযোগ করে মহিউদ্দিন বলেন, এসব বিকৃত যৌনাচার। আমি একজন মুসলিম। আমাদের মুসলিম, এসব কন্টেন্ট, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চেষ্টা করছে। এসব যেন না করে কন্টেন্ট ক্রিয়েট করার সময় যেন সতর্ক থাকে। 

গত বছর সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন কলকাতার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর স্যান্ডি সাহা। রিয়েলিটি শো ‘এমটিভি রোডিস এক্সট্রিম-এ সমকামী প্রতিযোগী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। বর্তমানে সিনেমা, ওয়েব সিরিজ এবং টিভি নাটকে পরিচিত মুখ স্যান্ডি। বিবাহ অভিযান’সহ বেশ কয়েকটি বাংলা সিনেমা ও ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। মূলত আলোচনায় থাকা ঢাকার কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গে দেখা করার জন্যই বাংলাদেশে এসেছিলেন তিনি।

ওআ/

স্যান্ডি সাহা

খবরটি শেয়ার করুন