শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ২৩ পদের মধ্যে ২০টিতেই শিবিরের জয় *** দুই দাবিতে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চে অবস্থান ‘জুলাই যোদ্ধাদের’ *** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিপদের সময় নবীজি যে দোয়া বেশি পড়তেন

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১২ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৪

#

প্রতীকী ছবি

আল্লাহ তাআলা বিপদ-মসিবত, ভয়, ক্ষুধা ইত্যাদি দিয়ে বান্দাদের পরীক্ষা করেন। এ রকম পরিস্থিতিতে ধৈর্য ধারণের পাশাপাশি দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে। রাসুলুল্লাহ (স.) বিপদের সময় সুন্দর একটি দোয়া পড়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন।

দোয়াটি হলো- لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ، وَرَبُّ الأَرْضِ، وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ উচ্চারণ: ‘লা ইলা-হা ইল্লাল্লা-হুল আযীমুল হালীম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রাববুল আরশিল আযীম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রাববুস সামা-ওয়া-তি ওয়ারাববুল আরদি ওয়ারাববুল আরশিল করীম।’ (সহিহ বুখারি: ৬৩৪৬)

অর্থ: ‘আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, যিনি অতি উচ্চ মর্যাদাপূর্ণ ও অশেষ ধৈর্যশীল, আরশে আজিমের প্রভু। আল্লাহ ব্যতীত কোনো মাবূদ নেই। আসমান জমিনের প্রতিপালক ও সম্মানিত আরশের মালিক। আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই।’ হজরত ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, বিপদের সময় নবী (স.) উক্ত দোয়াটি পড়তেন। (সহিহ বুখারি: ৬৩৪৬)

বিপদগ্রস্তের জন্য আরেকটি সুন্দর দোয়ার কথা আছে হাদিসে। দোয়াটি হলো- اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ উচ্চারণ: ‘আল্লা-হুম্মা রহমতাকা আরজূ ফালা- তাকিলনী ইলা- নাফসী ত্বরফাতা আয়নিন, ওয়া আসলিহ লী শা’নী কুল্লা-হূ, লা- ইলা-হা ইল্লা- আনতা।’ অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমার রহমত প্রত্যাশা করি। তুমি আমাকে আমার নিজের ওপর ক্ষণিকের জন্যও ছেড়ে দিও না। বরং তুমি নিজে আমার সকল বিষয়াদি সংশোধন করে দাও। তুমি ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো মাবুদ নেই।’ (মেশকাত: ২৪৪৭)

ওআ/ আই.কে.জে/


দোয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250