ছবি : সংগৃহীত
প্লে-অফের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ইন্টার মায়ামি। দ্বিতীয় ম্যাচে আটলান্টা ইউনাইটেডর বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হয়ে যেতো এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের প্লে–অফে মায়ামির সেমিফাইনাল। তবে শেষ মুহূর্তে গোল খেয়ে বসে লিওনেল মেসির দল। এতেই ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
রোববার (৩রা নভেম্বর) আটলান্টার মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ২২ মিনিটে সহজ সুযোগ মিস করেন মেসি। এরপর ২৮ মিনিটে দারুণ এক সেভে দলকে রক্ষা করেন মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।
ম্যাচের ৩৯ মিনিটে লিড পায় মায়ামি। মায়ামির আক্রমণ থেকে বল ধরে কিক নেওয়ার সময় পড়ে যান তিনি। ছুট এগিয়ে ফার্নান্দো রেদেন্দো বল দখলে নিয়ে বাড়িয়ে দেন ডেভিড মার্টিনেজের দিকে। ঠান্ডা মাথায় চিপ করে জাল খুঁজে নেন তিনি।
আরো পড়ুন : ব্রাজিল স্কোয়াডে ঠাঁই হলো না নেইমার-এনদ্রিকের
ম্যাচের ৫৮ মিনিটে সমতায় ফেরে আটলান্টা। আমাদোহের দারুণ ক্রসে জটলার মধ্য থেকে নিচু হয়ে হেড করে আটলান্টাকে সমতায় ফেরান ডেরিক উইলিয়ামস। সমতায় থেকে শেষ হওয়ার পথে ছিল ম্যাচটি। তবে নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা হয় ৫ মিনিট। এই সময়ের চতুর্থ মিনিটেই সিলভার গোল। তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আটালান্টা।
এই ম্যাচ ড্র হলেই কনফারেন্স সেমিফাইনালে উঠে যেতেন মেসিরা। তবে সেটা না হওয়ায় তৃতীয় ম্যাচেই এখন নির্ধারিত হবে দুই দলের ভাগ্য। ম্যাচটি হবে আগামী শনিবার (৯ই নভেম্বর)।
এস/কেবি
খবরটি শেয়ার করুন