ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।
শনিবার (৯ই মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। আগের দুই ম্যাচেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
আরো পড়ুন: ক্রিকেট ছেড়ে নাটক করো- শফিককে ওয়াসিম আকরাম
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে এসে ৩ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতেই দারুণভাবে ঘুরে দাড়ায় টাইগাররা, শ্রীলঙ্কাকে হারায় ৮ উইকেটের বড় ব্যবধানে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।
শ্রীলঙ্কা একাদশ
ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহীশ তিকশানা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুশারা।
এসি/