মঙ্গলবার, ১৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাদুরোর সঙ্গে আলোচনার ইঙ্গিত, আবার ভেনেজুয়েলায় সেনা মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প *** শিগগিরই ৬ লাখ টন চাল ও গম আমদানি করবে সরকার *** মজলুমের দোয়া কবুল হলো, ফেসবুক পোস্টে মির্জা ফখরুলের মেয়ে শামারুহ মির্জা *** আমি আগে অমুসলিম ছিলাম, জানালেন সেই সিদ্দিক *** অস্ট্রেলিয়াপ্রবাসী রায়ানকে কি আজ বাংলাদেশের বিপক্ষে খেলাতে পারবে ভারত *** শেখ হাসিনার বিচার ‘সুষ্ঠু ও ন্যায়সংগত কোনোটিই হয়নি’: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল *** শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া সমালোচনামুক্ত নয়: ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ *** শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজায় অসন্তোষ প্রকাশ করল জাতিসংঘের ওএইচসিএইচআর *** মতিউর রহমান চৌধুরী এখনো কেন ছদ্মনামে লেখেন, যা জানা গেল *** শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নন: প্রধান উপদেষ্টা

বিজ্ঞানীরা চাঁদের ধুলা দিয়ে সৌর প্যানেল তৈরি করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ৬ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

মানুষের স্থায়ী বসতি স্থাপনের জন্য চাঁদে প্রয়োজন হবে ব্যাপক পরিমাণে বিদ্যুৎ-শক্তির। আর বিদ্যুৎ শক্তি পাওয়া যাবে সৌর প্যানেলের মাধ্যমে। সেই সৌর প্যানেল তৈরির জন্য চমকপ্রদ উপাদান ব্যবহারের কথা ভাবছেন বিজ্ঞানীরা। সেটি হলো চাঁদের ধুলা! খবর নরডজের।

নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন যে, চাঁদের মাটি বা ধুলার অনুকরণের মাধ্যমে সৌর প্যানেল তৈরি করা সম্ভব। এ নতুন সৌর সেলগুলো সূর্যালোককে বিদ্যুৎ-শক্তিতে রূপান্তর করতে পারবে এবং মহাকাশের তীব্র তেজস্ক্রিয়তা সহ্য করতে পারে। ফলে পৃথিবী থেকে ভারী সৌর যন্ত্রপাতি পাঠানোর প্রয়োজনীয়তা কমে যাবে।

এ সম্পর্কে পোটসডাম বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক ফেলিক্স ল্যাং জানান, এ ধরনের সৌর প্যানেল মহাকাশে পাঠাতে প্রচুর অর্থ ও পরিশ্রম লাগে। চাঁদের মাটি ব্যবহার করে এই সমস্যা সমাধান করতে চান তিনি ও তার দল।

এ ছাড়া চাঁদের উপকরণ ব্যবহার করলে সৌর প্যানেলগুলোর ওজন ৯৯ দশমিক ৪ শতাংশ কমে যাবে, যার ফলে পরিবহন খরচও ৯৯ শতাংশ কমবে। এটি ভবিষ্যতের মিশন এবং চাঁদে স্থায়ী বসবাসের জন্য বিশাল উপকারে আসবে।

গবেষকেরা জানাচ্ছেন, প্রতি গ্রাম উপকরণ চাঁদে পাঠালে নতুন সৌর প্যানেলগুলো বর্তমান প্যানেলগুলোর চেয়ে ১০০ গুণ বেশি বিদ্যুৎ-শক্তি উৎপাদন করতে সক্ষম। মহাকাশের তেজস্ক্রিয় মাত্রায় সৌর প্যানেলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন গবেষকেরা। 

তবে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। চাঁদের কম মহাকর্ষ বল, বায়ুচাপশূন্য পরিবেশ এবং তাপমাত্রার ব্যাপক পরিবর্তন সৌর প্যানেলগুলোর কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। এ প্রযুক্তির প্রকৃত অবস্থায় পরীক্ষা করার জন্য দলটি একটি ছোট পরীক্ষামূলক যন্ত্র চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে।

আরএইচ/

চাঁদে সৌর প্যানেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250