রবিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাকসুতে নবনির্বাচিতদের মোবারকবাদ জানালেন ডাকসুর ভিপি সাদিক কায়েম *** নেপালের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে *** বাতাসের কারণে দুই পাশে মারতে পারেননি লিটনরা *** বিমান ছিনতাই করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী, কিন্তু কেন *** ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয় *** সেই ফাইয়াজের ভাই জাকসুর জিএস *** ভারত আমাদের প্রতিবেশী, সবকিছু মিলিয়ে ইলিশ দিতে বাধ্য হচ্ছি: উপদেষ্টা ফরিদা আখতার *** জাকসুর ভিপি হলেন আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম *** উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ *** সপ্তাহে দুই দিনের বেশি হাসপাতালে যেতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা

পাকিস্তানের নায়ক, ভারতের নায়িকা; সেই আলোচিত সিনেমা আসছে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ পূর্বাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কয়েক দফায় মুক্তি স্থগিত হওয়া আর নানা জল্পনাকল্পনার পর অবশেষে ভারতেও মুক্তি পাচ্ছে ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত রোমান্টিক ড্রামা ‘আবির গুলাল’। ছবিটি বিশ্বের নানা দেশে মুক্তি পেয়েছে ১২ই সেপ্টেম্বর, তবে ভারত বাদ পড়ায় ভক্তদের মধ্যে হতাশা ছড়িয়েছিল।

এবার জানা গেছে, ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৬শে সেপ্টেম্বর। সিনেমাটির একটি সূত্র ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে এ তথ্য নিশ্চিত করেছে।  

ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড (ইউকে) টিম সিদ্ধান্ত নিয়েছে, ছবিটি ভারতে মুক্তি দেবে ২৬শে সেপ্টেম্বর। তারা আত্মবিশ্বাসী যে ছবির সহজ-সরল প্রেমকাহিনি এখানকার দর্শকের মনেও সাড়া ফেলবে। তা ছাড়া ওই সপ্তাহে আর কোনো বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে না, ফলে বক্স অফিসে ছবিটি একক দৌড় উপভোগ করবে, জানিয়েছে সিনেমার সঙ্গে যুক্ত একটি সূত্র।

চলতি বছর শুরুর দিকে ঘোষণা হয়েছিল, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান দীর্ঘদিন পর বলিউডে ফিরছেন ‘আবির গুলাল’ ছবির মাধ্যমে। ফাওয়াদের সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর।

রোমান্টিক–কমেডি ঘরানার এই ছবি তার জন্য বড় প্রত্যাবর্তন হিসেবে ধরা হচ্ছিল; কারণ, ২০১৬ সালের উরি সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয় এবং পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজের ওপর নিষেধাজ্ঞা জারি হয়।

চলতি বছর কাশ্মীরের পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন আবারও তীব্র হয়। ফলে ছবির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়।

বিবেক বি আগরওয়াল, রেজা নামাজি ও ফিরুজি খানের প্রযোজনায় তৈরি ‘আবির গুলাল’ প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ৯ই মে।

ফাওয়াদের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ (২০১৬)–এর পর এটাই তার প্রথম বলিউড ছবি। আট বছর পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে ভক্তদের আগ্রহ ছিল প্রবল। তবে নানা রাজনৈতিক ও নিরাপত্তাজনিত জটিলতায় ছবির মুক্তি একাধিকবার পিছিয়ে যায়।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন