শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সামাজিকমাধ্যমে কেন নজরুলগীতি শেয়ার করলেন মোদী?

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হবে যে কোনো সময়। তার আগে দেশটিতে প্রধান আলোচিত বিষয় হয়ে উঠেছে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন। এই প্রেক্ষাপটে আবারো আলোচনায় উঠে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। বলা হচ্ছে এর মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গের বাঙালি ভোটারদের আবেগ স্পর্শের চেষ্টা করছেন। 

শনিবার (২০ই জানুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পায়েল করের গাওয়া নজরুলগীতি ‘মন জপ নাম’ শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রভু শ্রীরামের প্রতি প্রবল ভক্তি ও শ্রদ্ধা রয়েছে। আপনাদের জন্য রইলো নজরুলগীতি ‘মন জপ নাম’। 

আগামী ২২শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। তবে সেই অনুষ্ঠানে যোগ না দিয়ে একই সময়ে কলকাতার রাজপথে ‘সংহতি যাত্রা’ করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কলকাতা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ‘সংহতি যাত্রা’ হবে বলে জানা গেছে।

আরো পড়ুন: সাগরে ডুব দিলেন মোদি

মমতার ‘সংহতি যাত্রা’র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কিছু শর্তসাপেক্ষে যাত্রা করার অনুমতি দিয়েছেন আদালত। এ বিষয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, মমতা ব্যানার্জী ২৩ বা ২৬শে জানুয়ারি বা অন্য যে কোনো দিন সংহতি যাত্রা করতে পারতেন। কিন্তু নির্দিষ্টভাবে ২২ তারিখেই করবেন। তার দুটি কারণ- প্রথমত, তার হাত থেকে বেরিয়ে যাওয়া মুসলিম ভোটকে ফেরত আনা। দ্বিতীয়ত, দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলেমেয়েদের জেলে পুরতে চান। এই মুখ্যমন্ত্রীই গত রামনবমী, মহরমের দিন দাঙ্গা লাগিয়েছিলেন।

এইচআ/  আই. কে. জে/ 

পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জী সামাজিকমাধ্যম নজরুলগীতি রাম মন্দির বাঙালি ভোটার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

খবরটি শেয়ার করুন