শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে ডুব দিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর প্রাচীন রামনাথস্বামী মন্দিরে পূজা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২০ই জানুয়ারি) মন্দিরটিতে যান তিনি। ওই সময় মন্দিরের পাশে অবস্থিত অগ্নিতীর্থম সৈকতে পবিত্র ডুব দেন তিনি। মোদিকে রামনাথস্বামী মন্দিরে রুদ্রাক্ষ মালা পরে থাকতে দেখা যায়। এরপর তিনি সেখানে গভীর পূজায় মগ্ন হন। এটি তামিলনাড়ুর প্রাচীনতম শিব মন্দির। পূজা ছাড়াও মন্দিরে আয়োজিত ভজনে যোগ দেন মোদি।

এই শিব মন্দিরটি তামিলনাড়ুর রামনাথপুরামের রাম আশ্রম দ্বীপে অবস্থিত। বলা হয়ে থাকে, শ্রী রাম এখানে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। এছাড়া রাম এবং শিতা দেবি এখানে পূজা করেছিলেন।

এদিকে আগামী সোমবার (২২শে জানুয়ারি) অযোধ্যায় নতুন রাম মন্দির উদ্বোধন করবেন মোদি।

২ হাজার কোটি রুপি খরচ করে তৈরি করা মন্দিরটি উদ্বোধনের আগে দেশের বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। নতুন এ মন্দিরটি তৈরি করা হয়েছে বাবরি মসজিদের স্থানে। ১৯৯২ সালে উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদ ভেঙে ফেলে। তাদের দাবি, সম্রাট বাবর মন্দির ভেঙে ষোড়শ শতাব্দিতে এখানে মসজিদ তৈরি করেছিলেন।

মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল বিজেপি কথা দিয়েছিল—ক্ষমতায় আসতে পারলে অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় নতুন মন্দির তৈরি করে দেবে তারা। সেই কথা অনুযায়ী, মন্দির তৈরি করেছেন মোদি।

নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মোদি ছাড়াও ৮ হাজার অতিথি থাকবেন।

সূত্র: এনডিটিভি

এইচআ/ আই. কে. জে/   

ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ু রামনাথস্বামী মন্দির

খবরটি শেয়ার করুন