শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

এআর রহমানের আইনি নোটিশ, দিলেন ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য শেষ করার কথা নিজেই জানিয়েছিলেন অস্কারজয়ী সুরকার এআর রহমান। বিচ্ছেদ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে তার সহশিল্পী মোহিনী দে’ও বিচ্ছেদ ঘোষণা করেন। আর তা নিয়েই শুরু হয় আলোচনা-সমালোচনা। রহমানের সঙ্গে মোহিনীর নাম জড়িয়ে নানা ধরনের তথ্য ঘুরছে নেটপাড়ায়। তাতেই বিরক্ত এআর রহমান।

এক্স হ্যান্ডেলে নিজের লিগাল টিমের পক্ষ থেকে তৈরি করা একটি নোটিশ শেয়ার করেন রহমান। কয়েক পাতার সেই নোটিশের মাধ্যমেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, রহমান ও সায়রা বানুর ডিভোর্স নিয়ে যে বা যারা আপত্তিকর পোস্ট, ভিডিও বা ইন্টারভিউ পোস্ট করেছেন তারা অবিলম্বে বা ২৪ ঘণ্টার মধ্যে যেন সেই সমস্ত পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন। তা না হলে ভারতীয় ন্যায়সংহিতার আইন অনুযায়ী মানহানির মামলার মুখে পড়তে হবে।

১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। খাতিজা, রহিমা ও আমিন তিন সন্তানের জন্ম হয়েছে। মেয়ে খাতিজার বিয়েও হয়ে গেছে।

আরও পড়ুন: কোন ধর্ম বেছে নিয়েছেন শাহরুখপুত্র, কী জানালেন গৌরী!

গত বুধবার সোশ্যাল মিডিয়ায় আচমকাই ডিভোর্স ঘোষণা করেন অস্কারজয়ী শিল্পী। এর কিছুক্ষণ পরই মোহিনী দে’র বিচ্ছেদ ঘোষণার খবর ছড়িয়ে পড়ে। দুই ঘটনার যোগসূত্র খুঁড়ে নানা রটনা রটে নেটপাড়ায়।

রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ সংবাদমাধ্যমকে বলেন, ‘এসব বিতর্কের কোনও অর্থ নেই। মোহিনীর ডিভোর্সের সঙ্গে রহমান ও সায়রার ডিভোর্সের কোনও সূত্র নেই। এটা তাদের একেবারে নিজস্ব সিদ্ধান্ত। তাই অযথা বিতর্ক না করাই ভালো। প্রত্যেকটি দীর্ঘ বিবাহিত জীবনই ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়ে চলে। আমি খুবই খুশি তারা খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।’

এসি/ আই.কে.জে/ 

আইনি নোটিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন