শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

চীনা বিনিয়োগে সৌদি আরবে বাড়ছে সৌর বিদ্যুতের ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবে জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুতের ওপর ভর্তুকি তুলে নেওয়ার পর বড় ব্যবসায়ীরা এখন সৌর বিদ্যুতের দিকে ঝুঁকছেন। এর মাধ্যমে তারা বিদ্যুৎ খরচ কমাতে চাইছেন।

ফিন্যানসিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফটোভোলটাইক প্যানেলের দাম কমে আসা এবং সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নানা প্রণোদনার কারণে উৎসাহিত হয়ে সম্প্রতি লজিস্টিকস থেকে শুরু করে খুচরা বিক্রয় পর্যন্ত বিভিন্ন খাতের বেশ কয়েকটি বড় কোম্পানি তাদের ছাদে সৌর প্যানেল স্থাপন করেছে।

সৌদি সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুতের অর্ধেক নবায়নযোগ্য উৎস থেকে এবং ২০৬০ সালের মধ্যে নেট জিরো কার্বন অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে সৌর বিদ্যুতের এ ব্যাপক ব্যবহারের প্রধান কারণ হতে পারে ২০১৮ সালে শুরু হওয়া জ্বালানি ভর্তুকি পর্যায়ক্রমে বাতিল করা। এটি সৌদি সরকারের বৃহত্তর অর্থনৈতিক সংস্কারের অংশ, যার মধ্যে বৃহৎ আকারের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পও অন্তর্ভুক্ত।

সৌদি আরবের ফাকিহ কেয়ার গ্রুপের সভাপতি মাজেন ফাকিহ বলেন, ‘আমরা সৌর বিদ্যুতে বিনিয়োগ করেছি এবং সত্যি বলতে এটা লাভজনক হচ্ছে। আমরা আমাদের কার্বন নিঃসরণ কমাতে পেরেছি, খরচও কিছুটা হলেও কমাতে পেরেছি। যদিও সৌর বিদ্যুৎ এখনো সস্তা নয় এবং মূলধন বিনিয়োগ অনেক বড়।’

'জেদ্দার ফিলিস্তিন স্ট্রিটে হাসপাতালের কাছে কোম্পানির বহুতল পার্কিং লটের ছাদে স্থাপন করা পিভি প্যানেলগুলো ২০২৪ সালে বিদ্যুৎ বিল বাবদ ১ লাখ ৭০ হাজার সৌদি রিয়ালেরও বেশি (৪৫ হাজার মার্কিন ডলার) সাশ্রয় করতে সাহায্য করেছে'- জানান মাজেন ফাকিহ।

তিনি বলেন, ‘এটি একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। তাই সম্পূর্ণ বিনিয়োগের রিটার্ন দেখতে দুই বা তিন দশক সময় লাগবে। তবে প্রাথমিক ফলাফলে আমরা বেশ উৎসাহিত বোধ করছি।’

নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিগুলোকে সৌর বিদ্যুৎ ব্যবস্থা তৈরিতে সাহায্য করে স্থানীয় স্টার্ট-আপ হালা এনার্জি। সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা ফারিস আল-সুলাইমান বলেন, বাণিজ্যিক ও শিল্প খাতের ক্লায়েন্টদের মধ্যে চাহিদার স্পষ্ট পার্থক্য রয়েছে।

তিনি বলেন, ‘বাণিজ্যিক ক্লায়েন্ট, যেমন শপিংমল, গুদাম ইত্যাদি, যারা প্রতি কিলোওয়াট-ঘণ্টায় দশমিক ৩০ সৌদি রিয়াল সর্বোচ্চ বিদ্যুৎ মাসুল পরিশোধ করে, তারা ছাদে সৌর বিদ্যুতের ব্যবসায়িক সম্ভাবনার প্রতি অনেক বেশি আগ্রহী। অন্যদিকে, শিল্প খাতের ক্লায়েন্টরা, যারা দশমিক ১৮ সৌদি রিয়ালের কম মাসুল পরিশোধ করে, তারা তুলনামূলকভাবে কম সাড়া দিচ্ছে।

এইচ.এস/

সৌদি আরব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন