শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

প্রিন্সেস ডায়ানার সঙ্গে যে কারণে দেখা করতে পারেননি জেমি লি কার্টিস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

গত ৩১শে আগস্ট ছিল ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রয়াত প্রিন্সেস ডায়ানার ২৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সম্প্রতি তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস। ওয়েলসের রাজকুমারীর প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন এ অভিনেত্রী।

পিপলের প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৯৭ সালে লন্ডনের পাইনউড স্টুডিওতে কার্টিসের শুটিং চলাকালীন অভিনেত্রীর সঙ্গে রাজকুমারীর প্রায় দেখাই হয়ে যাচ্ছিল। কিন্তু শেষমেশ আর হয়নি।

কার্টিস জানান, শুটিং বিরতির সময়ে তিনি ড্রেসিং রুমে টয়লেট ব্যবহারের জন্য চলে যান। এ সময় প্রিন্সেস ডায়ানা তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে নিয়ে শুটিং সেটে আসেন। কিন্তু তিনি ফিরে আসতে আসতে রাজকুমারী সেখান থেকে বেরিয়ে যান।

সেই ঘটনা স্মরণ করে কার্টিস বলেন, ‘আমার ড্রাইভার দরজায় ধাক্কা দিয়ে জানাচ্ছিলেন যে, রাজকুমারী ছেলেদের সঙ্গে এসেছেন। আমি তাড়াহুড়া করে ফিরে আসি, কিন্তু ততক্ষণে তিনি চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।’

পরে অভিনেত্রী কেনসিংটন প্রাসাদে একটি চিঠি পাঠান। চিঠিতে দুঃখ প্রকাশ করে জানান, কেন তিনি সেই মুহূর্তে উপস্থিত থাকতে পারেননি এবং ডায়ানার প্রতি নিজের ভালোবাসার কথাও তুলে ধরেন। অবাক করার বিষয়, এর পরদিনই তিনি প্রিন্সেস ডায়ানার কাছ থেকে উত্তর পান। চিঠিতে রাজকুমারী তাকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, তিনিও দেখা করার জন্য আগ্রহী ছিলেন।

তবে অনাকাঙ্ক্ষিতভাবে এর দুই মাস পর, ১৯৯৭ সালের ৩১শে আগস্ট প্যারিসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাত্র ৩৬ বছর বয়সে প্রিন্সেস ডায়ানার মৃত্যু হয়। সেই দুর্ঘটনায় ডায়ানার সঙ্গী ডোডি ফায়েদ ও গাড়িচালক হেনরি পলও মারা যান। রাজকুমারীর মৃত্যু সংবাদে বেশ ভেঙে পড়েন কার্টিস।

অভিনেত্রী জানান, খবরটি শোনার পরপরই তিনি ধ্যানবিষয়ক একটি বই পড়তে শুরু করেন। সচেতনভাবে জীবনযাপন বিষয়ক এই বইটি পড়ে কীভাবে ডায়ানা ব্যক্তিগত সমস্যার মাঝেও সাহস ও সহানুভূতির সঙ্গে জীবনযাপন করতেন কার্টিসের সেটা মনে পড়ে যায়।  প্রয়াত রাজকুমারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কার্টিস আরও বলেন, ‘আমি এখনো তার অনুগ্রহ এবং সাহস দ্বারা অনুপ্রাণিত হই।’

জে.এস/

হলিউড অভিনেত্রী জেমি লি কার্টিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250