মঙ্গলবার, ১১ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈশ্বিক মন্দা সামলে হিরো, এবার ট্রাম্পকে সামলাবেন কার্নি *** হাসিনার শাসনামল ছিল একটি দস্যু পরিবারের শাসন: প্রধান উপদেষ্টা *** বাংলাদেশের রোগীদের জন্য ভিসা সহজ করছে চীন *** বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার লক্ষ্যে বিশেষ আইন হচ্ছে *** প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী *** হোলি উৎসবে ব্যবসা হতে পারে ৬০ হাজার কোটি রুপির *** ডিসেম্বরের ‘টাইমলাইন’ মিস করতে চান না সিইসি *** ফলকার টুর্কের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আইএসপিআর *** রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব *** ভোরে আকস্মিক থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

বউকে বিয়ে দিলেন স্বামী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ পূর্বাহ্ন, ১১ই মার্চ ২০২৫

#

বউয়ের বিয়ে, বিষয়টি বেশ বিস্ময়কর বটে! কারণ, সাধারণত এমন ঘটনা অহরহ ঘটে না। যিনি একজনের স্ত্রী, তার আবার আরেকজনের সঙ্গে এত সহজে বিয়ে হয় কেমন করে? কোনো স্বামী নিশ্চয়ই তার বউকে আরেকটি বিয়ে দেবেন না!

বউ ও বিয়ে নিয়ে এমন জটিল প্রশ্নের জবাব মিলবে ছোট পর্দার সাম্প্রতিক সময়ের জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনীর মাধ্যমে, এই ঈদে। এই দুজনকে নিয়ে ‘বউয়ের বিয়ে’ নামের বিশেষ নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা রুবেল হাসান।

নাটকটির গল্প লিখেছেন কামরুন্নাহার দিপা আর সেটির চিত্রনাট্য সাজিয়েছেন মেজবাহ উদ্দীন সুমন।

কামরুল ইসলাম শুভর সিনেমাটোগ্রাফিতে সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়ে এখন রয়েছে সম্পাদনার টেবিলে। যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ-বন্ধন ও প্রেমের গল্প।

‘বউয়ের বিয়ে’ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘ঈদের নাটক হিসেবে আমরা মজার একটি প্লট বেছে নিয়েছি। যাকে বলে, খাঁটি রোম্যান্টিক, কমেডি ফ্যামিলি ড্রামা।’

তিনি বলেন, ‘যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমের দুই বাড়ির গল্প। দুজন একে অপরের প্রেমে পড়েন। গোপনে বিয়েও করেন। মূলত এরপরই শুরু হয় পারিবারিক জটিলতা।’

নাটকটিতে হেনা চরিত্রে তটিনী আর নাজিম চরিত্রে ইয়াশ রোহান অভিনয় করেছেন।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘এই ঈদে সিএমভির ব্যানারে প্রকাশ পাচ্ছে প্রায় ২০টি বিশেষ নাটক। যা চাঁদরাত থেকে ক্রমে মুক্তি পাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।’

রবি/এইচ.এস

ইয়াশ রোহান ও তটিনীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন