শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফুলকির আয়োজনে ‘আমাদের শিশুরা’ নাটকের প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ফুলকির আয়োজনে 'আমাদের শিশুরা' নাটকের প্রদর্শনী। ছবি : সুখবর

‘ফুলকি’র আয়োজনে এবং সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ও এইচএন্ডএম ফাউন্ডেশনের অর্থায়নে শিশু নির্যাতন, শিশু অধিকার, সুরক্ষা ও পুষ্টির ব্যাপারে সামাজিক সচেতনতা ও উদ্যোগের অংশ হিসেবে রোববার (২৬শে মে) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের কাশিমপুর স্কুলের সামনে এবং বিকাল ৪টায় সাভারের ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা খ্রিষ্টান মাঠে প্রদর্শিত হয় শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত পথনাটক 'আমাদের শিশুরা'।

আরো পড়ুন : কুরুলুস উসমানের বুরাককে পেয়ে আনন্দে আত্মহারা বাংলাদেশি ভক্তরা

শ্রমজীবী মায়েদের ২ থেকে ৫ বছরের শিশুদের দিনের বেলায় দিবাযত্ন কেন্দ্রে পড়াশুনা, খাওয়া-দাওয়া করানো এবং বিনোদনের ব্যবস্থা, গার্মেন্টসে কর্মরত মায়েদের ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের 'অপরাজিতা' প্রকল্পের কার্যক্রম, ৬ থেকে ১৮ বছর বয়সী শিশুদের দিবাযত্ন কেন্দ্রের চাইল্ড স্পেসে খেলাধুলা, লাইব্রেরি ও শিশু-বান্ধব বিনোদনের ব্যবস্থা, স্টেম কার্যক্রমের আওতায় শিশুদের  ন্যূনতম স্তরে দক্ষতা অর্জনের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে প্রশিক্ষণের কর্মসূচি ইত্যাদি বিষয়কে উপজীব্য করে নাটকটি পরিবেশিত হয়। 

বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন এবং ভূয়সী প্রশংসা করেন। উপস্থিত দর্শকরা বলেন, আমাদের সমাজে শিশুরা তাদের অধিকার, সুরক্ষা এবং পুষ্টি থেকে বঞ্চিত হয়, বিশেষ করে নিম্নআয়ের পরিবারের শিশুরা। নাটকটিতে সরস উপস্থাপনের মাধ্যমে শিশুদের জন্য অভিভাবক ও সমাজের সচেতন মানুষদের করণীয় সম্পর্কে বলা হয়েছে। এই নাটকটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর নিয়মিত প্রদর্শনী হওয়া প্রয়োজন।

এস/ আই.কে.জে/

নাটক 'আমাদের শিশুরা'

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন