ফাইল ছবি
পাকিস্তানের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় ডাউ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসে (ডিইউএইচএস) জাল সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়ার ঘটনা ঘটেছে। দশজন কর্মচারী ভুয়া শিক্ষাগত সনদের মাধ্যমে চাকরি নিয়েছেন বলে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়।
প্রতিবেদনে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৫০০ জন কর্মীর মধ্যে মাত্র ৪৫০ জনের সার্টিফিকেট যাচাই করা হয়েছে। প্রাদেশিক হিসাব কমিটি তিন মাসের মধ্যে পুরো প্রদেশে ডিগ্রি যাচাইয়ের নির্দেশ দিয়েছে, যা শুধু আনুষ্ঠানিকতা নয়—এটি এক অর্থে শিক্ষাক্ষেত্রকে বাঁচানোর প্রচেষ্টা।
২০১৫ সালের আলোচিত অ্যাকজ্যাক্ট কেলেঙ্কারি থেকে শুরু করে গত বছরের নথি জালিয়াতির বড় চক্র; সবই প্রমাণ করে যে, প্রতারণার পরিবেশ দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে।
বিশেষজ্ঞরা মনে করেন, সব সরকারি চাকরিতে কঠোর যাচাই বাধ্যতামূলক না করলে শিক্ষা ও জনসেবায় মানগত অবনতি আরো বাড়বে। কিন্তু সিন্ধু সরকার বহুবার দেখিয়েছে, উচ্চশিক্ষায় মানোন্নয়ন তাদের অগ্রাধিকারের তালিকায় নেই।
জে.এস/
খবরটি শেয়ার করুন