শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

৫ বছর পর শ্রীনগরে মোদি, যোগ দিবেন সমাবেশে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিলের পাঁচ বছর পর জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো রাজধানী শ্রীনগরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শুক্রবার (৮ই মার্চ)  শ্রীনগরে শোভাযাত্রা ও সমাবেশ করবে বিজেপি, সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মোদি।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। শ্রীনগরজুড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ ও আধাসামরিক বাহিনীর হাজার হাজার সদস্যকে। রাজধানীর যেখানে মোদির সমাবেশ হবে, সেই বকশি স্টেডিয়াম কার্যত ‘নিরাপত্তা দুর্গে’ পরিণত হয়েছে।  

আরো পড়ুন: রমজানে আল আকসায় নামাজ পড়া নিয়ে যা জানাল ইসরায়েল 

ভারতের পার্লামেন্ট লোকসভার নির্বাচন এপ্রিল থেকে শুরু হচ্ছে। দেশটির রাজনীতি বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে জম্মু-কাশ্মিরে নিজেদের অবস্থান শক্তিশালী করতেই প্রধানমন্ত্রীর এই সফর।  ৩৭০ নম্বর ধারা বাতিলের পর অমিত শাহ-জেপি নাড্ডাসহ বিজেপির অন্যান্য জ্যেষ্ঠ দলীয় কর্মসূচিতে যোগ দিতে কাশ্মির সফরে গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাননি। গত পাঁচ বছরে এই প্রথম দলীয় কর্মসূচিতে যোগ দিতে কাশ্মির যাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, এর আগের পার্লামেন্ট নির্বাচনগুলোতে জম্মুতে কয়েকটি আসনে জয়ী হলেও কাশ্মিরে এখন পর্যন্ত কোনো আসনে জয়ী হতে পারেনি বিজেপি। তাই এবার কাশ্মিরে বিশেষ মনোযোগ দিচ্ছে দলটির হাইকমান্ড।

সূত্র: এনডিটিভি

এইচআ/  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রীনগর

খবরটি শেয়ার করুন