ছবি : সংগৃহীত
আসন্ন রমজানে কোনো জিনিসের অভাব হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৩শে ফেব্রুয়ারি) সকালে গণভবনে জার্মানি সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রমজানে কোনো জিনিসের অভাব হবে না। ইতোমধ্যে সমস্ত ব্যবস্থা করা আছে। এখন এটা নিয়ে অনেকে কথা বলবে। কিন্তু কোনো অসুবিধা হবে না।
আরো পড়ুন: মজুতকারীদের গণধোলাই দেওয়া উচিত
তিনি বলেন, রমজানে যে জিনিসগুলো বেশি দরকার যেমন ছোলা, খেজুর, চিনি- এগুলো পর্যাপ্ত পরিমাণে আনার ব্যবস্থা আছে। কাজেই এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এ ব্যবস্থা আমি করে রেখেছি অনেক আগে থেকেই।
এইচআ/