ছবি: সংগৃহীত
সাধারণত ক্যামেরার সামনে গম্ভীরভাবেই দেখা যায় শাহরুখপুত্র আরিয়ান খানকে। গম্ভীর মুখে ধরা দিলেও ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের ঝলক প্রকাশ অনুষ্ঠানে অন্যভাবে দেখা যায় পরিচালক আরিয়ানকে। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ভিন্ন এক আরিয়ানকে দেখেছিলেন দর্শকরা। সেই মঞ্চে ছিলেন শাহরুখ খানও।
শাহরুখ খানকে পাশে রেখে সে দিন আরিয়ান খান বলেছিলেন, আমার কাজটা সবাই দয়া করে দেখবেন। চেষ্টা করেছি নানাভাবে উপস্থাপন করতে। তবে শেষ রক্ষা না হলেও পাপা পাশে আছেন। শাহরুখপুত্রের মুখে ‘পাপা’ ডাক শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ভক্ত-অনুরাগীরা। কিন্তু শুটিং সেটে শাহরুখকে মোটেই ‘পাপা’ অর্থাৎ ‘বাবা’ বলে ডাকেননি আরিয়ান। তবে কি বলে ডেকেছিলেন শাহরুখপুত্র?
সম্প্রতি কোরিওগ্রাফার মুদাসসের খানের এক সাক্ষাৎকারে উঠে এসেছে সেই তথ্য। তিনি বলেন, ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজে কাজ করেছেন তিনি। সেখানে কাছ থেকে দেখেছেন শাহরুখ ও আরিয়ানের কাজের সম্পর্ক।
এ কোরিওগ্রাফার বলেন, শাহরুখ স্যার তখন ভ্যানিটিতে ছিলেন, ফোনে কথা বলছিলেন। আমি আর আরিয়ান ঢোকার পরও সে অপেক্ষা করছিল। কথাবার্তা শেষ হলে আরিয়ান তাকে বলল, স্যার, গানের বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম।
তিনি বলেন, কাজের জায়গায় আরিয়ান কখনো ‘বাবা’ শব্দটি ব্যবহার করেননি। পুরো সময় পেশাদার আচরণ বজায় রাখেন এবং শাহরুখকে ‘স্যার’ বলেই সম্বোধন করেন। মুদাসসের খান বলেন, আমি আরিয়ানের জায়গায় থাকলে নিশ্চয়ই ‘বাবা’ বলতাম, কিন্তু ওর বিনয়ী ব্যবহার সত্যিই প্রশংসনীয়।
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। সেখানে অভিনয় করেছেন অভিনেতা ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল, শাহরুখ খান, সালমান খান, ইমরান হাশমি, অন্যা সিং প্রমুখ।
সিরিজটি নিয়ে দর্শক ও সমালোচকদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন